ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ, দেখেনিন সাকিব-মুস্তাফিজের অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ০১ ১১:৪১:৩৮
আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ, দেখেনিন সাকিব-মুস্তাফিজের অবস্থান

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলির সঙ্গে রেখে দিয়েছে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ সিরাজকে। ওপেনার দেবদূত পাডিকালকে রাখার গুঞ্জন থাকলেও রিটেনশন তালিকা প্রকাশ করে তারা চমকে দিয়েছে।

আইপিএলের গত আসরে রাজস্থান রয়্যালসের বোলিং লাইন আপের নেতৃত্ব দিয়েছেন মুস্তাফিজ। যদিও তাকে আগামী আসরের জন্য রিটেইন করেনি দলটি। রাজস্থানের রিটেইন তালিকায় আছেন সাঞ্জু স্যামসন, জস বাটলার ও ইয়ায়শভি জায়সাওয়াল।

টাইগার তারকা সাকিকেও রিটেইন করেনি তার দল কলকাতা নাইট রাইডার্স। দলটি সর্বোচ্চ চার জনকে রিটেইন করেছে। এর মধ্যে রয়েছেন দুই ক্যারিবীয় তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। সেই সঙ্গে ভারতীয় দুই তরুণ ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটেস আইয়ারকে রেখে দিয়েছে তারা।

আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে রিটেইন করেছে জসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব ও ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ডকে। এদিকে সানরাইজার্স হায়দরাবাদ কেন উইলিয়ামসনের সঙ্গে রিটেইন করেছে, আব্দুল সামাদ ও উমরান মালিককে।

পাঞ্জাব কিংস আগামী আসরের জন্য লোকেশ রাহুলকে রিটেইন করেনি। তারা ধরে রেখেছে মায়াঙ্ক আগারওয়াল ও আর্শদীপ সিংকে। চেন্নাই সুপার কিংসের রিটেনশন তালিকায় আছেন মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড় ও মঈন আলী।

দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে শ্রেয়াশ আইয়ারকে। যদিও তারা রেখে দিয়েছে ঋষভ পান্ত, পৃথ্বী শ, এনরিক নরকিয়া ও অক্ষর প্যাটেলকে। আট দলের রিটেইন তালিকা প্রকাশ পেলেও নতুন দুই দল লক্ষ্ণৌ ও আহমেদাবাদ কাদের নিচ্ছে সেটা জানা যায়নি।

আইপিএলের রিটেনশন তালিকা-

চেন্নাই সুপার কিংস : রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোড়, মঈন আলী

কলকাতা নাইট রাইডার্স : সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার

সানরাইজার্স হায়দরাবাদ : কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক

মুম্বাই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ

দিল্লি ক্যাপিটালস : ঋশভ পান্ত, পৃথ্বি শ, অক্ষর প্যাটেল, এনরিক নরকিয়া

রাজস্থান রয়্যালস : স্যাঞ্জু স্যামসন, জস বাটলার, ইয়াসভি জায়সাওয়াল

পাঞ্জাব কিংস : মায়াঙ্ক আগারওয়াল, আর্শদীপ সিং

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ