ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

১০ বলে পাঁচ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করলেন হাসারাঙ্গা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ০২ ১১:০৯:০২
১০ বলে পাঁচ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করলেন হাসারাঙ্গা

তৃতীয় বোলার হিসেবে টি-টেন লিগে এক ইনিংসে পাঁচ উইকেট নেন হাসারাঙ্গা। এবারের আসরেই টিম আবুধাবির হয়ে ২৩ রান খরচায় পাঁচ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মার্শান্ট ডি ল্যাঙ্গে। এর আগে ২০১৮ সালে, ভারতীয় লেগ স্পিনার প্রবীণ তাম্বের ১৫ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছিলেন, যা এতদিন ছিল টি টেনের সেরা বোলিং ফিগার।

ম্যাচটিতে একে একে জনসন চার্লস, করিম জানাত, বেনি হাওয়েল, জেমস ফকনার ও বিশু সুকুমারানকে ফিরিয়েছেন হাসারাঙ্গা। বাংলা টাইগার্সের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৩ রান আসে ইসুরু উদানার ব্যাটে।

এর আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০ ওভারে এক উইকেটে ১৪০ রান তোলে গ্ল্যাডিয়েটর্স। ইনিংস উদ্বোধন করতে নামা টম কোহলার ক্যাডমোর ৩৯ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

তার সঙ্গী আন্দ্রে রাসেল ১৮ বলে ২৬* রান করেন। তিনে নামা ওডেন স্মিথ করেন ৩ বলে ১২* রান। বাংলা টাইগার্সের হয়ে একমাত্র উইকেটটি নেন লুক উড।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ