ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

তৃতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ০২ ১২:৫২:২৪
তৃতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

রিশিত রেড্ডির বলে ১৫ রান করেই সাজঘরে ফিরেন ওপেনার ইফতেখার হোসেন। প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেটেও উইকেট না দিয়ে বড় জুটি গড়েন মাহফিজুল ও প্রান্তিক নওরোজ নাবিল। এ সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা মাহফিজুল তৃতীয় ম্যাচেও অর্ধশতকের দেখা পান।

মাহফিজুলের ইনিংস থামে ব্যক্তিগত ৫৬ রানে। সেই সাথে নিশান্ত ভাঙেন মাহফিজুল-নাবিলের ৬৮ রানের জুটি। মাহফিজুলের পর সাজঘরে ফিরেন আইচ মোল্লাও। তবে থেমে থাকেনি নাবিলের ব্যাট। দ্বিতীয় ম্যাচে টাইগারদের জয়ে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানো নাবিল এই ম্যাচেও অর্ধশতক হাঁকান।

তবে দলীয় ১৬৪ রানে ফাহিমের সঙ্গে ভুল বোঝাবোঝির শিকার হন নাবিল। ফলে তাঁকে থামতে হয় ৬২ রানেই। ফাহিমও ক্রিজে থিতু হয়ে আউট হন। শেষদিকে নাইমুর রহমান নয়নের ৪১ বলে ২০ ও অধিনায়ক রাকিবুলের ১০ রানের সুবাধে বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়ায় ২৩০-এ। ভারতের হয়ে বল হাতে একাই পাঁচ উইকেট নেন রিশিত রেড্ডি।

সংক্ষিপ্ত স্কোর –

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২৩০ (ওভার ৪৭.২)

নাবিল ৬২, মাহফিজুল ৫৬

রেড্ডি ৫/৫৩

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ