ভারতের হয়ে নয়, ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে খেলবেন এক ভারতীয়

ধীরে ধীরে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছেন বাঁহাতি-স্পিনার এজাজ পাটেল৷ বিশেষ করে উপমহাদেশ সফরে আসলেই কিউইদের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেন এই বোলার। নিউজিল্যান্ডের জার্সি গায়ে ইতোমধ্যেই খেলে ফেলেছেন ১০টি টেস্ট ও ৭টি টি-টোয়েন্টি ম্যাচ
নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে এবারই প্রথম ভারত সফরে এসেছেন এজাজ প্যাটেল। তবে, এটাই তার প্রথম ভারত সফর নয়! নিউজিল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামলেও তার জন্ম যে শচীন টেন্ডুলকারের শহর হিসেবে খ্যাত মুম্বাই শহরেই! প্যাটেলের জন্ম, শৈশব, ক্রিকেট খেলাটার সাথে প্রথম পরিচয়সহ অনেক কিছুই যে হয়েছে এই ভারতেই৷
আট বছর বয়সে নিউজিল্যান্ডে চলে না গেলে এজাজ প্যাটেল হয়তো মাঠে নামতে পারতেন ভারতীয় ক্রিকেট দলের একজন হয়েই। কিন্তু, সেসব এখন অতীত৷ তিনি এখন পুরোদস্তুর নিউজিল্যান্ড ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ এক সদস্য৷ আর, সবকিছু ঠিক থাকলে শুক্রবার নিজ জন্মস্থানে প্যাটেল আবারো খেলতে নামবেন নিজ জন্মভূমির বিপক্ষে৷ তবে, প্রতিপক্ষ দলে খেললেও মুম্বাইয়ে খেলতে পারার সুযোগটা পাওয়ায় অনেক উচ্ছ্বসিত নিউজিল্যান্ড জাতীয় দলের এই স্পিনার৷
অনলাইনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এজাজ প্যাটেল জানিয়েছেন, ‘এটা অবশ্যই অন্য ধরণের এক অনুভূতি। গতকাল (মঙ্গলবার) মুম্বাইয়ে পা রাখার পর থেকেই আমি এটা চিন্তা করছিলাম৷ অসংখ্যবার আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে দেখা করতে মুম্বাই এসেছি আমি। আবারো, পরবর্তী ছুটিতে মুম্বাইয়ে ফিরে আসার ইচ্ছা নিয়ে এয়ারপোর্ট ছেড়ে গেছি৷ তবে, এবারের আসাটা সম্পূর্ণ আলাদা। এবার আমি মুম্বাইয়ে এসেছি নিউজিল্যান্ড দলের একজন হয়ে৷’
প্রতিপক্ষ দলের জার্সিতে মাঠে নামলেও এজাজ প্যাটেল জানিয়েছেন তার আত্মীয় স্বজনরা তাকে উৎসাহ দিতে এবং তার খেলা দেখতে ঠিকই মাঠে আসবেন৷ তিনি বলেন,
‘আমার অসংখ্য আত্মীয়-স্বজন আলাদা আলাদা দিনে আমার খেলা দেখতে আসবেন৷ আর এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। যে কেউ নিজের সুবিধামত দিনে এসে খেলা দেখতে পারে৷ আমার জন্য ব্যাপারটা অবশ্যই বিশেষ কিছু হবে৷ উনারা কখনো মাঠে বসে আমার খেলা দেখার সুযোগ পাননি৷ এবার প্রথমবারের মত গ্যালারিতে বসে তারা আমার খেলা দেখতে পারবেন৷ ব্যাপারটা আমার জন্য স্পেশাল।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: টস শেষ বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
- আর মাত্র ৪ দিন! এসএমএস করে SSC বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- চেলসি বনাম পিএসজি ফাইনাল: পরিসংখ্যান, লাইভ ম্যাচ ও ভবিষ্যদ্বাণী
- চেলসি বনাম পিএসজি ফলাফল: একতরফা লড়াইয়ে শেষ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
- ২০২৫ সালের এসএসসি ফলাফল: ৬ লাখ ৬৬০ জন ফেল করেছে
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: আজ বাংলাদেশ-ভুটান ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ২য় টি-টোয়েন্টি ২০২৫: একাদশ ও সময়সূচি একনজরে
- চেলসি বনাম পিএসজি লাইভ ম্যাচ: বাংলাদেশ থেকে সরাসরি দেখার সহজ উপায়