ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয় মানতে পারছেন না সুজন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ০৭ ২২:০০:৪১
বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয় মানতে পারছেন না সুজন

মঙ্গলবার প্রেসিডেন্টস বক্সে বসে দেখেছেন বাংলাদেশের ব্যাটিং ধস। ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। বৃষ্টিতে ম্যাচের প্রায় আড়াই দিন তলিয়ে গেছে। তারপরও সেই টেস্টে এখন হারের চোখ রাঙানি বাংলাদেশের সামনে। প্রথম ইনিংসে ফলো অন এড়াতে এখনও ২৫ রান দরকার। চতুর্থ দিন শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ৭৬ রান।

দুধ-ভাত টপ অর্ডার ভেঙে পড়েছিল অতীতের মতোই দ্রুতলয়ে। ২২ রানে তিন উইকেট হারানো দলটার ভরসা হতে পারেননি মুশফিক-লিটনের মতো অভিজ্ঞরাও। মুশফিক স্লগ সুইপ খেলে ক্যাচ দিয়েছেন। লিটন দেন রির্টান ক্যাচ। সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন মিরাজ। কেন এমন কদর্যপূর্ণ ব্যাটিং?

উত্তর জানা নেই টিম ডিরেক্টর সুজনেরও। দিন শেষে তিনি বলেছেন, ‘আমি উপর থেকে খেলা দেখেছি। কেন এমন হলো জানি না? অধৈর্য্য ব্যাপারটা ছিল, টেস্ট ব্যাটিং বলতে যা বুঝায় সেরকম তো ব্যাটিং করিনি আমরা। কেন এই ব্যাপারটা হচ্ছে সেটা চিন্তার বিষয়? উইকেটে স্পিন হচ্ছিল এবং ওরা ভাল স্পিনও করেছে, কিন্তু আমাদের তো কোয়ালিটি স্পিন খেলার সামর্থ্য আছে। হয়নি কেন বা এত তাড়াহুড়ো কেন? সেটা জানি না।’

তিনি আরও বলেন, ‘আমরা তো জানি যে, আজ সারাদিন ব্যাটিং করার ছিল, কালকের দিনটায় টেস্ট শেষ হবে। চারটা-সাড়ে চারটা সেশন হয়তোবা। পাকিস্তান যেভাবে ব্যাটিং করেছে, বিশেষ করে আজহার আলি যেভাবে লম্বা সময় ব্যাট করলো সেখান থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত ছিল।’

পাকিস্তান ও বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে মানের পার্থক্যের কথা বলেছেন সুজন। আজ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘পাকিস্তানের একটা ওপেনার একটা প্রথম শ্রেণি খেলে এই টেস্ট সিরিজে খেললো। আমাদের তরুণরা তো অনেকবার প্রথম শ্রেণি খেলেছে। আর স্ট্রাকচারের ব্যাপার থাকে, প্রতিযোগিতার ব্যাপার থাকে। ওদের প্রথম শ্রেণির প্রতিযোগিতা আমাদের চেয়ে অনেক ভাল, পাকিস্তান তো নতুন না। বিশ্ব ক্রিকেটে ওদের ইতিহাস অনেক শক্ত। ঘরোয়া ক্রিকেটে প্রতি দলেই ১৩০-১৪০ এর উপর তিন-চারজন বোলার থাকে। আমি যেটা মেনে নিতে পারছি না তা হল, শাহিন শাহর পেস হয়তো প্রতিনিয়ত খেলিনা কিন্তু এ রকম স্পিন তো খেলি। এটা হল দুঃখের ব্যাপার, যেটা আমার জন্য নেয়াটা কঠিন।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ