ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

‘ড্রপ-ইন পিচের দরকার নেই’, ইমরানের সরকার ও পিসিবিকে ধুয়ে দিলেন মিঁয়াদাদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ১৮ ২২:৪৯:৪৩
‘ড্রপ-ইন পিচের দরকার নেই’, ইমরানের সরকার ও পিসিবিকে ধুয়ে দিলেন মিঁয়াদাদ

এই সিদ্ধান্ত নেওয়ার পর প্রায় সব মহল থেকেই প্রশংসায় ভাসানো হয়েছে রমিজ ও তার বোর্ডকে। তবে এখন আবার উল্টোটাও দেখা যাচ্ছে। দেশটির কিংবদন্তি ব্যাটার জাভেদ মিঁয়াদাদ মনে করেন, পাকিস্তানে ড্রপ ইন পিচের কোনো প্রয়োজন নেই। পাশাপাশি ইমরান খানের সরকারকেও ধুয়ে দিয়েছেন তিনি।

করাচিতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মিঁয়াদাদ বলেছেন, ‘পাকিস্তানে ড্রপ-ইন পিচের কোনো প্রয়োজন নেই। পাকিস্তানেই সব ধরনের পিচ বানানো যায়। আমরা এসব পিচে খেলেই বিশ্বমানের খেলোয়াড় হয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘খুব কম মানুষই জানে, অস্ট্রেলিয়ায় ড্রপ-ইন পিচের ধারণা সর্বপ্রথম সামনে এনেছিলেন কেরি প্যাকার। তার কুখ্যাত ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজের জন্য মাঠ সংকটের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।’

এসময় পাকিস্তান সরকারের সমালোচনা করে মিঁয়াদাদ বলেন, ‘যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা সবসময় বড় বড় কথা বলে। কিন্তু কোনো কিছুই হচ্ছে না। সরকারের উচিত খেলাধুলায় বিনিয়োগ করা। তারুণ্যকে খেলাধুলায় টানার জন্য এর বিকল্প নেই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ