ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

২০২১ সালে আফগানিস্তান ক্রিকেটারদের অবিশ্বাস্য যত রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২১ ১৩:১৩:১১
২০২১ সালে আফগানিস্তান ক্রিকেটারদের অবিশ্বাস্য যত রেকর্ড

২০২১ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ বড় স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে সফর করে আফগানিস্তান। প্রথমবারের মতো সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পাওয়া আফগানরা অবশ্য তেমন চমক দেখাতে পারেনি। তিন হার আর দুই জয়ে বিশ্বকাপ মিশন শেষ হয় রশিদ-নবীদের।

এছাড়া চলতি বছর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড ও টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ আফগানদের চলতি বছরের সবচেয়ে বড় সাফল্য। তবে ব্যক্তিগত অর্জনে এই বছর বিশ্বের নামি-দামি ক্রিকেটারদের ওপর ছড়ি ঘুরিয়েছে আফগান ক্রিকেটাররা।

১.দ্বিতীয় স্পিনার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় স্পিনার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০ উইকেট অর্জনের এলিট ক্লাবে নাম লেখান আফগান লেগস্পিনার রশিদ খান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি অর্জন করেন রশিদ। রশিদের আগে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে শত উইকেট নেওয়া বোলাররা হলেন- সাকিব আল হাসান (১১৭), টিম সাউদি (১১১) ও লাসিথ মালিঙ্গা (১০৩)।

২. টি-টোয়েন্টিতে রশিদের দ্রুততম ১০০ উইকেট

সময়ের অন্যতম সেরা স্পিনার আফগান লেগি রশিদ খান এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেট শিকার করেছেন। শত উইকেটের মাইলফলক স্পর্শ করতে তার লেগেছে মাত্র ৫৩টি ম্যাচ। যেখানে টি-টোয়ন্টিতে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক লাসিথ মালিঙ্গা খেলেছিলেন ৭৬টি ম্যাচ। এছাড়া এই রেকর্ডের অপর দুই অংশীদার সাকিব আল হাসান ও টিম সাউদি দুইজনই সমান ৮৪তম ম্যাচে শত উইকেটের দেখা পান।

৩. মোহাম্মদ নবীর সর্বোচ্চ ম্যাচসেরা হওয়ার কীর্তি

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বার ম্যাচসেরা হওয়ার কীর্তি এখন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর দখলে। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা নবী চলতি বছর ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে পেছনে ফেলে এই রেকর্ড নিজের করে নিয়েছেন। ৮৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩ বার ম্যাচসেরার পুরস্কার উঠেছে নবীর হাতে। এছাড়া এই সংস্করণে দুই বার সিরিজের সেরা খেলোয়াড় হওয়ার গৌরবও অর্জন করেন এই অলরাউন্ডার। এদিকে ৯৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি ম্যাচসেরা নির্বাচিত হন মোট ১২ বার।

৪. টি-টোয়েন্টি বিশ্বকাপে মুজিবের সেরা বোলিং

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানের বড় জয় পায় আফগানিস্তান। ঐ ম্যাচে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন আফগান স্পিনার মুজিব উর রহমান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই কোন আফগান বোলারের জন্য সেরা বোলিং ফিগার। মজার ব্যাপার হলো, ঐ একই ম্যাচে আফগানদের হয়ে দ্বিতীয় সেরার কীর্তি গড়েন রশিদ খান। স্কটিশদের বিপক্ষে সেই ম্যাচে ২.২ ওভার বোলিং করে মাত্র ৯ রান খরচায় রশিদ নেন ৪টি উইকেট।

৫. সাকিব ও ওমর গুলের পাশে রশিদ খান

রশিদ খানের আগে টি-টোয়েন্টিতে কেবল মাত্র দুই জন বোলারের ইনিংসে ৬ বার ৪ উইকেট নেওয়ার কীর্তি ছিল। তারা হলেন, বাংলাদেশি অলরাউন্ডার সাকিব হাসান ও সাবেক পাকিস্তানি পেসার ওমর গুল। সাকিব ও ওমর গুগলের চেয়ে কম ম্যাচ খেলেই তাদের এই কীর্তির পাশে নাম লেখিয়েছেন রশিদ। প্রথম বোলার হিসেবে ৬ বার ৪ উইকেট নিতে ওমর গুল খেলেছিলেন ৬০টি ম্যাচ। সাকিব নিজের ৯৪তম ম্যাচে ষষ্ঠ বারের মতো ৪ উইকেটের দেখা পান। এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে নিজের ৫৬তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করে ফেলন রশিদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ