ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বিএসইসি আয়োজিত সেমিনারে আইপিও ও বুক বিল্ডিং নিয়ে বিশ্লেষণ

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ১৭ ১৬:৪৮:২৭
বিএসইসি আয়োজিত সেমিনারে আইপিও ও বুক বিল্ডিং নিয়ে বিশ্লেষণ

আইপিওর কাঠামো, প্রক্রিয়া ও চ্যালেঞ্জ নিয়ে বিশেষ উপস্থাপনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে প্রাথমিক গণপ্রস্তাব (IPO) এবং সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১৬ জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। পরদিন বৃহস্পতিবার, ১৭ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কমিশন।

সেমিনারে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মো. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ। এছাড়া অংশ নেন কমিশনের নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সিএফডি ও সিএমআরআরসি বিভাগের কর্মকর্তারা।

প্রবন্ধ উপস্থাপনায় আইপিওর বিভিন্ন দিক বিশ্লেষণ

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।

তার উপস্থাপনায় উঠে আসে—আইপিওর বর্তমান কাঠামো, পাবলিক ইস্যু রুলস ও সংশোধনী, বুক বিল্ডিং ও ফিক্সড প্রাইস পদ্ধতির ব্যবহার, ডাচ ও ইংলিশ অকশন পদ্ধতির কার্যকারিতা, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন প্রক্রিয়া, শেয়ার লক-ইন বিধান এবং আন্ডাররাইটারের ভূমিকা।

ড. ইমাম তার বিশ্লেষণে আইপিও প্রক্রিয়ার প্রতিটি ধাপকে বিনিয়োগকারীদের স্বার্থে আরও স্বচ্ছ, সময়োপযোগী এবং বাজারকেন্দ্রিকভাবে কার্যকর করার প্রস্তাব তুলে ধরেন।

পেশাগত উন্নয়নে এ ধরনের আয়োজন কার্যকর

কমিশনার মো. মোহসিন চৌধুরী বলেন, “এই সেমিনারের মাধ্যমে কমিশনের কর্মকর্তারা প্রাসঙ্গিক নীতিমালা ও বাজার কাঠামো সম্পর্কে হালনাগাদ ধারণা পেয়েছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এমন আয়োজন অব্যাহত থাকবে।”

তিনি উল্লেখ করেন, বাজার উন্নয়নে নীতিনির্ধারকদের জ্ঞানের পরিধি বাড়ানো গুরুত্বপূর্ণ এবং বিএসইসি নিয়মিতভাবে সে লক্ষ্যে কাজ করছে।

প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ

সেমিনার শেষে বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, “সুস্থ, গতিশীল ও বিনিয়োগবান্ধব শেয়ারবাজার গঠনের অংশ হিসেবে কমিশন নিয়মিতভাবে দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এই সেমিনার সেই প্রয়াসের একটি অংশ।”

তিনি আরও বলেন, “প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শেয়ারবাজার ব্যবস্থাপনা আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব হবে—এটাই কমিশনের লক্ষ্য।”

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ