ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

৩য় দিন শেষে চালকের আসনে থেকে লিড নিল বাংলাদেশ, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৩ ১১:৪১:৫৩
৩য় দিন শেষে চালকের আসনে থেকে লিড নিল বাংলাদেশ, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

২ উইকেটে ১৭৫ রান নিয়ে তৃতীয় দিন সকালে ব্যাট করতে নামেন জয় ও মুমিনুল। সকালে মাত্র ১৭ বল মোকাবেলা করেই বিদায় নেন জয়। নেইল ওয়াগনারের বলে গালিতে হেনরি নিকোলসের তালুবন্দী হন এই তরুণ ওপেনার। তার ব্যাট থেকে আসে ২২৮ বলে ৭৮ রান। জয়ের এই ধৈর্যশীল ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি।

সফল হতে পারেননি দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ৫৩ বলে ১২ রান করেন তিনি। মুশফিককে বোল্ড করেন ট্রেন্ট বোল্ট। মধ্যাহ্ন বিরতির আগে মুমিনুলের সাথে যোগ দেন লিটন দাস। ৪ উইকেটে ২২০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৪৫ রান।

মধ্যাহ্ন বিরতির পরে বড় জুটি গড়েন মুমিনুল ও লিটন। প্রথম ৪০ রান ওয়ানডে মেজাজেই জড়ো করেন লিটন। শুরুতে ধীরগতিতে ব্যাটিং করা মুমিনুলও এই সময় রান তোলার গতি বৃদ্ধি করেন। চার হাঁকিয়ে ১৪৭ বলে অর্ধশতক স্পর্শ করেন অধিনায়ক মুমিনুল।

১৭৪ বলে লিটন ও মুমিনুলের জুটি শতরান পূর্ণ করে। মুমিনুলের পরে অর্ধশতক তুলে নেন লিটনও। ৯৩ বলে অর্ধশতক পূর্ণ করেন লিটন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১১তম অর্ধশতক।

তৃতীয় সেশনের শুরুতেই বাংলাদেশকে লিড এনে দেন লিটন ও মুমিনুল। নিউজিল্যান্ডের মাটিতে এর আগেও লিড নিয়েছিল বাংলাদেশ, তবে সেটি ছিল দ্বিতীয় ইনিংসে। এবারই প্রথমবারের মতো এশিয়ার বাইরে পরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে লিডের দেখা পেল টাইগাররা।

দলকে লিড এনে দিয়ে শতকের পথে এগোচ্ছিলেন লিটন ও মুমিনুল। তবে শেষ পর্যন্ত দুইজনই শতক হাতছাড়া করেন। বোল্টের বলে ডাউন দ্য উইকেটে এসে ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউ হন মুমিনুল। রিভিউ নিয়ে বাঁচেননি তিনি। বাংলাদেশি কাপ্তানের ব্যাট থেকে আসে ৮৮ রান। মুমিনুলের ২৪৪ বলের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি।

মুমিনুল ফেরার পরপরই বিদায় নেন লিটনও। বোল্টকে উড়িয়ে মারতে গিয়ে দৃষ্টিকটু এক শটে উইকেটরক্ষকের হাতে সহজ ক্যাচ দেন তিনি। ১৭৭ বলে লিটন করেন ৮৬ রান। তার ইনিংসটি সাজানো ছিল ১০টি চার। ৩৭০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

সপ্তম উইকেটে জুটি গড়েন ইয়াসির আলি রাব্বি ধীরগতিতে খেলতে থাকলেও বলের সাথে পাল্লা দিয়ে রান তোলেন মেহেদী হাসান মিরাজ। এরই মধ্যে এশিয়ার বাইরে ওভারের হিসেবে নিজেদের সবচেয়ে দীর্ঘ ইনিংস খেলার রেকর্ড পেরিয়ে যায় বাংলাদেশ। এর আগে এশিয়ার বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষেই ১৫২ ওভারের ইনিংস ছিল বাংলাদেশের দীর্ঘতম ইনিংস। সবমিলিয়ে এটি বাংলাদেশের পঞ্চম দীর্ঘতম ইনিংস।

দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। মিরাজ ৩৮ বলে ২০ রান ও ইয়াসির ৩৫ বলে ১১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের লিড ৭৩ রান। নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট ও ওয়াগনার তিনটি করে উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ৩২৮/১০ (১০৮.১ ওভার)কনওয়ে ১২২, নিকোলস ৭৫, ইয়ং ৫২, টেলর ৩১, ল্যাথাম ১;শরিফুল ২৬-৭-৬৯-৩, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২।

বাংলাদেশ ৪০১/৬ (১৫৬ ওভার)মুমিনুল ৮৮, লিটন ৮৬, জয় ৭৮, শান্ত ৬৪, সাদমান ২২, মিরাজ ২০*, মুশফিক ১২, ইয়াসির ১১*;বোল্ট ৩০-১১-৬১-৩, ওয়াগনার ৩৮-৯-৯৮-৩।

বাংলাদেশের লিড ৭৩ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ