ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

অবিশ্বাস্য ঘটনা: ১৪২ কিমি. গতির বল স্ট্যাম্পে লেগেও পড়লো না বেলস, হেসেই খুন স্টোকস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৭ ১৮:৩৩:৪৮
অবিশ্বাস্য ঘটনা: ১৪২ কিমি. গতির বল স্ট্যাম্পে লেগেও পড়লো না বেলস, হেসেই খুন স্টোকস

চলতি অ্যাশেজ সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পাচ্ছে না সফরকারী ইংল্যান্ড। এরই মধ্যে তিন ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে তারা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) চতুর্থ ম্যাচেও ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংলিশরা।

অস্ট্রেলিয়ার করা ৪১৬ রানের জবাবে মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে পঞ্চম উইকেটে ১২৮ রানের জুটি গড়েন জনি বেয়ারস্টো এবং বেন স্টোকস। অথচ এ দুজনের জুটি ভাঙতে পারতো মাত্র ২১ রানেই।

ক্যামেরন গ্রিনের করা ইনিংসের ৩১তম ওভারের প্রথম বলটি ছেড়ে দিয়েছিলেন স্টোকস। ভেতরে ঢোকা সেই ডেলিভারি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের গ্লাভসে জমা পড়ার আগে আঘাত হানে স্ট্যাম্পে। কিন্তু বোলার-ফিল্ডাররা ভেবেছিলেন বল লেগেছে প্যাডে।

তাই আবেদন করে অস্ট্রেলিয়া। লেগ বিফোরের সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়ারও। সঙ্গে সঙ্গে রিভিউ নেন স্টোকস। রিপ্লেতে দেখা যায় প্যাড থেকে অন্তত ৪-৫ ইঞ্চি দূর দিয়ে গেছে বল। তবে যাওয়ার পথে আঘাত হানে অফস্ট্যাম্পে। কিন্তু ১৩৪ কিমি প্রতি ঘণ্টার সেই ডেলিভারি স্ট্যাম্পে লাগার পরেও বেলস মাটিতে পড়েনি।

যে কারণে বেঁচে যান স্টোকস। আর রিভিউয়ের সময় জায়ান্ট স্ক্রিনে যখন দেখাচ্ছিল স্ট্যাম্পে বল লাগার ঘটনা, তখন হেসে কুটিকুটি হন স্টোকস। অন্যদিকে অস্ট্রেলিয়ান শিবিরে দেখা যায় পুরোপুরি হতাশার চিত্র।

দলীয় ৫৭ রানে বেঁচে গিয়ে পঞ্চম উইকেটে আরও ১০৭ রান যোগ করেন স্টোকস ও বেয়ারস্টো। আর ব্যক্তিগত ১৬ রানে বেঁচে যাওয়া স্টোকসের ব্যাট থেকে আসে সবমিলিয়ে ৬৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত স্টোকসকে সাজঘরে পাঠান নাথান লিয়ন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ