চট্টগ্রাম পর্ব শেষ, দেখেনিন শীর্ষ ১০ রান সংগ্রাহকের তালিকা, শীর্ষে আছেন এক বাংলাদেশী

নিজ শহর চট্টগ্রামে গিয়ে আরও জ্বলে উঠেছেন তামিম। সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ জেতানো শতরানে বর্ষীয়ান ওপেনার আবার শিরোনামে। সেঞ্চুরির পর মঙ্গলবার কুমিল্লার বিপক্ষে ম্যাচে ৪৬ রানের আরও এক ইনিংস খেলা তামিম রান তোলায় সবার ওপরে উঠে এসেছেন।
এখন ৬ ম্যাচে দুই ফিফটি আর এক সেঞ্চুরিতে দেশসেরা ওপেনার তামিমের সংগ্রহ ২৬২ রান। সর্বোচ্চ ১১১*। গড় ৫২.৪০। স্ট্রাইকরেটটাও বেশ ভালো, ১৩৫.৭৫।
এ পর্বে ব্যাটারদের মধ্যে অবস্থান শক্ত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংলিশ রিক্রুট উইলিয়াম জর্জ জ্যাক। তার সংগ্রহ ৭ ম্যাচে ২ ফিফটিতে ২২৩ রান। সর্বোচ্চ ৬৯। ৩১.৮৫ গড়ে ১৫৯.২৮ স্ট্রাইকরেটে ওই রান করেছেন দুই নম্বরে থাকা জ্যাক।
রান তোলায় তিন নম্বরে আছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ ম্যাচে ৫ ইনিংসে রিয়াদের রান ১৯৪। সর্বোচ্চ ৭০* । গড় ৪৮.৫০। স্ট্রাইকরেট ১৩৯.৫৬। পঞ্চাশ একটি।
ঢাকা পর্বে দুইয়ে থাকা বেনি হাওয়েল নেমে গেছেন চারে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এ অলরাউন্ডার ৭ ম্যাচে ফিফটি ছাড়া করেছেন ১৬১। তার সর্বোচ্চ ৪১। গড় ৩২.২০। স্ট্রাইকরেট ১৭১.২৭।
এ মুহূর্তে রান তোলায় পঞ্চম চট্টগ্রামের আফিফ হোসেন ধ্রুব। ৭ ম্যাচে এ বাঁহাতি ব্যাটারের সংগ্রহ ১৫৮। তারও ফিফটি নেই। সর্বোচ্চ ৪৪। গড় ২২.৫৭ । স্ট্রাইকরেট ১১৭.৯১। ষষ্ঠ সিলেট সানরাইজার্সের টপ অর্ডার এনামুল হক বিজয় । তার সংগ্রহ ৪ ম্যাচে ১৪৪ রান। সর্বোচ্চ ৭৮।
রান সংগ্রহে সাত নম্বরে আছেন সিলেটের লেন্ডল সিমন্স। এ ক্যারিবিয়ান ঢাকার বিপক্ষে দারুণ শতক (৬৫ বলে ১১৬) উপহার দিয়ে ৪৭.০০ গড় আর ১৫১.৬১স্ট্রাইকরেট করেছেন ৩ ম্যাচে ১৪১।
চট্টগ্রাম পর্বে সবচেয়ে উন্নতি ঘটেছে সাকিব আল হাসানের। মঙ্গলবারের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হাফসেঞ্চুরি করে ফরচুন বরিশাল অধিনায়ক এখন রান তোলায় আট নম্বরে। ৬ ম্যাচে সাকিবের রান ১৩৭। সর্বোচ্চ ৫০। গড় ২২.৮৩। স্ট্রাইকরেট ১৩৩।
রান তোলায় নবম স্থানটি খুলনার আন্দ্রে ফ্লেচারের (৫ ম্যাচে ১৩৫)। এছাড়া ‘পঞ্চ পান্ডবের অন্যতম সদস্য মুশফিকুর রহিমও চট্টগ্রাম পর্বে রানে ফিরেছেন।
একটি হাফ সেঞ্চুরি ( ৫৮) উপহার দেওয়া খুলনা অধিনায়ক মুশফিক ৫ ম্যাচে ১৩৪ রান করে রান সংগ্রহে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন। তার গড় ৩৩.৭৫। স্ট্রাইকরেট ১২৫.০০।
আসরের সবচেয়ে নামি উইলোবাজ টি-টোয়েন্টির সফলতম ব্যাটার ক্রিস গেইল এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। বিপিএলে সর্বাধিক ৫ সেঞ্চুরি যার, সেই গেইল এখন পর্যন্ত ৫ ম্যাচে রান করেছেন ১১৭। সর্বোচ্চ ৪৫। একইভাবে কুমিল্লার ফাফ ডু প্লেসিসও নিজের নাম রাখতে পারেননি। এ প্রোটিয়ার সংগ্রহ ৪ ম্যাচে ৯৯।
এছাড়া জাতীয় দলের হয়ে খেলা নাইম শেখ (৬ ম্যাচে ৫ বার ব্যাট করে ৪২, সর্বোচ্চ ১৫), নুরুল হাসান সোহান (৫ ম্যাচে ৩৬, সর্বোচ্চ ১৭), মোহাম্মদ মিঠুন (৪ ম্যাচে ৩৫, সর্বোচ্চ ১৭), মোসাদ্দেক হোসেন সৈকত (৪ ম্যাচে ৩ ইনিংসে মোট রান ১৬, সর্বোচ্চ ১৩), শামীম হোসেন পাটোয়ারী (৫ খেলায় ৫৫, সর্বোচ্চ ২৯) এবং সম্ভাবনাময় তৌহিদ হৃদয়ের (৮ ম্যাচে ৮৫, সর্বোচ্চ ২৩) অবস্থা বেশ নাজুক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম হংকং: কখন, কোথায়, কবে ও কিভাবে দেখবেন লাইভ
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম আফগানিস্তান
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ৭ শেয়ারে বিনিয়োগকারীদের ঢল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কারসাজির গন্ধ! তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে: পরিসংখ্যানে কে এগিয়ে?
- আজ বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কিভাবেন দেখবেন লাইভ
- শেয়ারবাজারে 'স্বাভাবিক সংশোধন', কমেছে সূচক তবে বেড়েছে লেনদেন