ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

আকস্মিক ভাবে আইপিএল নিলাম বন্ধ, দেখেনিন বিক্রিত ক্রিকেটার কে কোন দলে ও কত টাকা পেল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১২ ১৫:০১:৪৪
আকস্মিক ভাবে আইপিএল নিলাম বন্ধ, দেখেনিন বিক্রিত ক্রিকেটার কে কোন দলে ও কত টাকা পেল

আইপিএল-এর (IPL) সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি- লখনউ সুপার জায়ান্টস (Lucknow Supergiants) ও গুজরাট টাইটানস (Gujarat Titans)। ফলে, আরও রোমাঞ্চকর হতে চলেছে এ বারের আইপিএল (IPL 2022)। এই পরিস্থিতিতে সকাল ১১টা থেকে শুরু হতে চলেছে আইপিএল-এর মেগা নিলাম।

এ বার ক্রোড়পতি লিগে অন্তর্ভুক্ত হয়েছে ৫৯০ জন ক্রিকেটারের নাম। এর মধ্যে ২২৮ জন ক্যাপড প্লেয়ারস, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ারস এবং অন্য দেশের সাত খেলোয়াড় রয়েছেন।

গত বছর ডিসেম্বর মাসে আইপিএল রিটেনশনের অনুষ্ঠান হয়েছিল। ১৫ কোটি টাকা দিয়ে বিরাট কোহলিকে ধরে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলকে ১১ কোটি এবং মহম্মদ সিরাজকে ৭ কোটি টাকা দিয়ে ধরে রাখে দল।

একই ভাবে এমএস ধোনিকে ১২ কোটি টাকা দিয়ে ও রোহিত শর্মাকে ১৬ কোটি টাকা দিয়ে ধরে রাখে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।

৭৫ লক্ষ টাকার বেস প্রাইসের দীপক হুডার জন্য লড়াই শুরু করে রাজস্থান রয়্যালস। মুম্বই এবং সিএসকে এবং লখনউও দর হাঁকে হুডার জন্য। সানরাইজার্স হায়দরাবাদও যোগ দেয় টানাটানিতে। শেষ পর্যন্ত ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় লখনউ দলে নেয় এই অলরাউন্ডারকে।

গত মরশুমে দুরন্ত বোলিংয়ের ফল। ২ কোটি টাকা বেস প্রাইসের হার্ষাল প্যাটেলের জন্য লড়াই চালায় আরসিবি ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পযর্ন্ত ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় হার্ষালকে দলে ফেরাল আরসিবি।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর ভারতের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করেছেন। তাই তাঁর বেস প্রাইজো বেড়ে গেল। ১ কোটি ৫০ লক্ষ টাকার বেস প্রাইসের জেসন হোল্ডারের জন্য লড়াই শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স। লড়াই চালায় চেন্নাই সুপার কিংস। পরে রাজস্থান রয়্যালস যোগ দেয় লড়াইয়ে। মাথা গলিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টসও। শেষ পর্যন্ত ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে দলে নিল কেএল রাহুলের দল।

বেস প্রাইজের থেকে অনেক বেশি টাকা পেলেন বাঁহাতি নীতিশ রানা। ১ কোটি টাকার বেস প্রাইসের নীতিশ রানার জন্য লড়াই শুরু করে কেকেআর। লড়াইয়ে যোগ দেয় মুম্বই ইন্ডিয়ান্স। পরে লখনউ সুপার জায়ান্টস যোগ দেয় লড়াইয়ে। ৮ কোটি টাকায় নীতিশ রানাকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স।

২ কোটি টাকার বেস প্রাইসে ডোয়েন ব্র্যাভোর জন্য লড়াই শুরু করে সিএসকে। লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। তবে ৪ কোটি ৪০ লক্ষ টাকায় মহেন্দ্র সিং ধোনির দলে ফিরলেন 'ডিজে' ব্র্যাভো।

২ কোটি টাকার বেস প্রাইসের দেবদূত পাডিক্কালের জন্য লড়াই চালায় আরসিবি। রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্সও লড়াইয়ে যোগ দেয়। ৭ কোটি ৭৫ লক্ষ টাকায় পাডিক্কালকে দলে নিল রাজস্থান রয়্যালস।

২ কোটি টাকার বেস প্রাইসে জেসন রয়ের জন্য গুজরাত টাইটানস একা দর হাঁকে। হার্দিকের দল সেই টাকায় ইংল্যান্ডের ওপেনারকে কিনে নেয়।

২ কোটি টাকার বেস প্রাইসে রবীন উথাপ্পার জন্য দর হাঁকে চেন্নাই সুপার কিংস। সিএসকে বেস প্রাইসেই দলে ফিরলেন এই অভিজ্ঞ ওপেনার।

১ কোটি ৫০ লক্ষ টাকার বেস প্রাইসের শিমরন হেটমায়েরের জন্য শুরুতে দল হাঁকে রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালস লড়াইয়ে যোগ দেয়। শেষ পর্যন্ত ৮ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে ক্যারিবিয়ান তারকাকে দলে নিল রাজস্থান রয়্যালস।

১ কোটি টাকার বেস প্রাইসে মণীশ পান্ডের জন্য লড়াই শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ। লড়াইয়ে যোগ দেয় দিল্লি ক্যাপিটালস। লখনউ সুপার জায়ান্টস পরে দর হাঁকে মণীশের জন্য। শেষ পর্যন্ত ৪ কোটি ৬০ লক্ষ টাকায় পান্ডেকে দলে নিল লখনউ।

দিল্লি ক্যাপিটালসে গেলেন মারকুটে বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। ২ কোটি টাকার বেস প্রাইসে ডেভিড ওয়ার্নারের জন্য দর হাঁকে দিল্লি ক্যাপিটালস। লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ৬ কোটি ২৫ লক্ষ টাকায় ওয়ার্নারকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

কুইন্টন ডি'কককে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। ২ কোটি টাকার বেস প্রাইসে লখনউ সুপার জায়ান্টস দর হাঁকে ডি'ককের জন্য। লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। তবে ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শেষ পর্যন্ত ডি'ককে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।

: ফ্যাফ ডু'প্লেসিকে দলে নেয় আরসিবি।২ কোটি টাকার বেস প্রাইসে ডু'প্লেসির জন্য শুরুতেই দর হাঁকে চেন্নাই সুপার কিংস। পরে লড়াইয়ে যোগ দেয় আরসিবি ও দিল্লি। ৭ কোটি টাকায় শেষমেশ ফ্যাফকে কিনে নেয় আরসিবি।

মহম্মদ শামিকে দলে নিল গুজরাত টাইটানস। ২ কোটি টাকার বেস প্রাইসে শামির জন্য লড়াই শুরু কের আরসিবি। পরে লড়াইয়ে যোগ দেয় গুজরাত , লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ পর্যন্ত ৬ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল হার্দিক পান্ডিয়ার দল।

শ্রেয়স আইয়ারকে দলে নিয়ে চমক দিল কলকাতা। বেস প্রাইস ২ কোটি টাকায় শ্রেয়সের জন্য আরসিবি ও দিল্লি লড়াই শুরু করে। লখনউ যোগ দেয় লড়াইয়ে। কেকেআর পরে আগ্রাহ দেখায়। তাদের লড়াই চলে দিল্লির সঙ্গে। দিল্লি শ্রেয়সকে ফেরাতে মরিয়া ছিল। গুরজাত টাইটানস ১০ কোটি টারা দর হাঁকে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ১২ কোটি ২৫ লক্ষ টাকায় শ্রেয়সকে দলে নেন কলকাতা। আইয়ার হতে পারেন নাইটদের নতুন অধিনায়ক।

: ২ কোটি টাকা বেস প্রাইসের বোল্টের জন্য দল হাঁকে আরসিবি। লড়াইয়ে যোগ দেয় দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। তবে রাজস্থান শেষ পর্যন্ত ৮ কোটি টাকায় ট্রেন্ট বোল্টকে কিনে নেয়।

২ কোটি টাকার বেস প্রাইসের রাবাদার জন্য দিল্লি ক্যাপিটালস ও গুজরাত টাইটানস লড়াই শুরু করে। পরে লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস। শেষ পর্যন্ত ৯ কোটি ২৫ লক্ষ টাকায় রাবাদাকে পঞ্জাব কিংস দলে নিয়ে বড় চমক দিল।

৭ কোটি ২৫ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সে এলেন প্যাট কামিন্স। ২ কোটি টাকার বেস প্রাইসে কামিন্সের জন্য কেকেআর লড়াই শুরু করে। লড়াইয়ে যোগ দেয় গুজরাত টাইটানস। পরে লখনউ সুপার জায়ান্টস দর হাঁকে অজি পেসারের জন্য। কেকেআর শেষেমশ ৭ কোটি ২৫ টাকায় কামিন্সকে দলে ফেরায়। গতবারের তুলনায় অর্ধেক টাকায় অজি পেসারকে পেয়ে গেল কলকাতা।

দিল্লি থেকে রাজস্থান রয়্যালসে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বেস প্রাইজ ২ কোটি টাকা হলেও, ৫ কোটি টাকায় তাঁকে কিনে নিল রাজস্থান রয়্যালস।

বেস প্রাইজ ২ কোটি টাকা হলেও শিখর ধওয়ানকে ৮.২৫ কোটি টাকায় গব্বরকে কিনে নিল পঞ্জাব কিংস।

আনুষ্ঠিনকভাবে শুরু আইপিএল নিলাম - আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের স্বাগতিক ভাষণে অনুষ্ঠানিকভাবে মেগা নিলাম শুরু হল। নিলামের আসরে উপস্থিত রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। উপস্থিত রয়েছেন রাজীব শুক্লা-সহ বোর্ডের অন্যান্য কর্তারাও।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ