ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সৌম্যরা রাজি থাকলে আমিও রাজি: হাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৬ ১০:২৮:০৫
সৌম্যরা রাজি থাকলে আমিও রাজি: হাফিজ

এবারের ডিপিএলে বিদেশি ক্রিকেটার হিসেবে মোহামেডানে খেলবেন হাফিজ। অভিজ্ঞ ও বিখ্যাত এই ক্রিকেটার বাংলাদেশি ক্রিকেটারদের সাথে খেলতে মুখিয়ে আছেন। জাতীয় দলের খেলার কারণে বেশ কয়েকজন তারকা দলের সাথে না থাকলেও সৌম্য সরকার, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমনদের নিয়ে বেশ রোমাঞ্চিত হাফিজ।

তিনি বলেন, ‘বাংলাদেশের আন্তর্জাতিক ও তরুণ খেলোয়াড়দের সঙ্গে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। এখন পর্যন্ত আমাদের যা আছে, আমি মনে করি তরুণদের নিজেদের মেলে ধরার এবং সামর্থ্য দেখানোর সেরা সুযোগ। পাশাপাশি অন্য দলগুলোও নিজেদের তরুণ ক্রিকেটারদের উঠিয়ে আনতে বড় সুযোগ পাচ্ছে।’

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মত ক্রিকেটাররা ডিপিএলের শুরুতে না থাকলেও মোহামেডানে আছেন সৌম্যর মত আন্তর্জাতিক তারকা। সৌম্যকে নিয়ে বেশ আশার বাণীই শুনালেন এই পাকিস্তানি। তিনি জানান, ‘দলে কিছু আন্তর্জাতিক খেলোয়াড়ও আছে। আপনি সৌম্যর কথা বললেন, তাকে আমরা পাচ্ছি।

আমরা প্রত্যেকে জানি সে কতটা প্রতিভাবান। আরও কয়েকজন ভালো খেলোয়াড় আছে।’ হাফিজ জানান, তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা ও জ্ঞান তরুণদের সাথে ভাগাভাগি করতে প্রস্তুত রয়েছেন। তবে সেক্ষেত্রে সৌম্যদেরই আহ্বান জানালেন শেখার তাগিদ থেকে এগিয়ে আসার।

তিনি বলেন, ‘আমার মোটিভেমন হচ্ছে ক্রিকেট খেলা এবং উপভোগ করে যাওয়া। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে, কিন্তু আমি অনুভব করি এখনও ক্রিকেটে আমার দেওয়ার কিছু আছে। আমি এমন একটি প্রক্রিয়ায় থাকতে চাই যেখানে তরুণ ক্রিকেটাররা জানতে পারবে কিভাবে ক্রিকেটটা এগিয়ে নিতে হয়।

আমি প্রত্যেককে সাহায্য করতে চাই, যাদের শেখার আগ্রহ আছে। তারা যদি কেউ কিছু চায় অবশ্যই আমি সাহায্য করতে প্রস্তুত।’ হাফিজ আরও বলেন, ‘মূলত আমি ক্রিকেট উপভোগ করছি এবং প্যাশনের জন্যই খেলছি। একইসাথে সারা বিশ্বের তরুণদের সাহায্য করতে চাই।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ