ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সাইফুদ্দিনের বদলি নয়, যেকোনো জায়গার জন্যই প্রস্তুত মৃত্যুঞ্জয়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৬ ২০:৩৮:৫৯
সাইফুদ্দিনের বদলি নয়, যেকোনো জায়গার জন্যই প্রস্তুত মৃত্যুঞ্জয়

এই মৃত্যুঞ্জয়ী এখন শুধু বল হাতে নয় ব্যাট হাতেও সমানভাবে পারফর্ম করতে আগ্রহী। মৃত্যুঞ্জয়ের মতে অলরাউন্ডারদের গুরুত্ব পেস বোলারদের চেয়ে অনেক বেশি। একটি পেস বোলারের একটি খারাপ দিন যেতেই পারে। তবে অলরাউন্ডার হলে ব্যাট হাতে দলে কিছুটা হলেও অবদান রাখার সুযোগ থাকে।

বোলিংয়ের সাথে কিছুটা ব্যাটিং করতে পারেন মৃত্যুঞ্জয়। তবে এখন ব্যাটিং নিয়ে করছেন বাড়তি কাজ, পুরোপুরি পেস বোলিং অলরাউন্ডার হওয়ার লক্ষ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী এই তরুণের চোখে। তিনি বলেন"আমি যদি শুধু পেস বোলার হই তাহলে কোনোদিন বোলিং খারাপ হলে আমার দলকে দেওয়ার মতো আর কিছু থাকবে না।

তবে আমি অলরাউন্ডার হলে আমি ব্যাট হাতে সেটা পুষিয়ে দিতে পারব। আমার সাথে এরকম হয় মাঝেমধ্যে ব্যাটিং ভালো হয় মাঝেমধ্যে বোলিং। যখন আমার কাছে ব্যাটিং-বোলিং দুটোই থাকবে তখন দলের জন্য ইম্প্যাক্টপুল একজন ক্রিকেটার হতে পারব। সব ক্রিকেটারের স্বপ্ন থাকে দলের জন্য খেলা এবং দলের সবার কাছে একজন ম্যাচ উইনার হিসেবে পরিচিত পাওয়া। আমারও এটা স্বপ্ন এবং আমি এজন্যই একজন অলরাউন্ডার হতে চাই"।

জাতীয় দলে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের জায়গাকে পাখির চোখ করেছেন কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন"আমার যদি সুযোগ আসে তাহলে শুধু সাইফুদ্দিন ভাই কেনো যে জায়গায় নির্বাচকেরা আমাকে চিন্তা করবে কিংবা খেলাতে চাইবে সে জায়গার জন্যই আমি প্রস্তুত থাকবো"। বিপিএল টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও ডিপিএল ওয়ানডে ফরম্যাটে।

দুই ফরমেটের মধ্যে যে বেশ পার্থক্য রয়েছে তা নিশ্চয়ই জানেন এই পেসার। ডিপিএলে পুরনো বলের পাশাপাশি নতুন বলেও সফল হতে চান এই বাঁহাতি পেসার। বিপিএলের প্রসঙ্গে মৃত্যুঞ্জয় বলেন"দেখুন আমি যখন বিপিএল খেলেছিলাম সেটি একটি ভিন্ন ফরমেট।

আর এখন ডিপিএল খেলতে যাচ্ছি যা ওয়ানডে ফরমেটে এখানে আমার নতুন বলে ৫ ওভারের একটি স্পেল করতে হবে। দুটি কিংবা তিনটি উইকেট এনে দেওয়ার চেষ্টা করতে হবে, পাশাপাশি মিডল ওভারে রান আটকে রাখতে হবে। সব মিলিয়ে আমার লক্ষ্য পুরনো বল এবং নতুন বল দুটিরই সদ্য ব্যবহার করে দলে যাতে অবদান রাখতে পারি"।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ