ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

রেকর্ড বই চুরমার: অবিশ্বাস্য, টেস্টে ‘১০০৮’ রানের লিড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৭ ১৪:০৭:২২
রেকর্ড বই চুরমার: অবিশ্বাস্য, টেস্টে ‘১০০৮’ রানের লিড

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ইনিংসে এগিয়ে থেকে ড্র করলেই ঝাড়খণ্ডের চলত। সেই লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দলটি জড়ো করে ৮৮০ রান। ২০।৩.৪ ওভারে অলআউট হওয়ার আগে কুমার কুশাগ্র ২৬৬, শাহবাজ নাদিম ১৭৭ ও বিরাট সিং ১০৭ রান করেন। এছাড়া ইনিংসে অর্ধশতক ছিল তিনটি। নাগাল্যান্ডের পাঁচ বোলার একশরও বেশি রান দিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে ২৮৯ রানে গুটিয়ে যায় নাগাল্যান্ড। রানের চাপ সামলাতে নিদারুণভাবে ব্যর্থ দলটিকে অবশ্য ফলো-অনে পাঠানো হয়নি। ৫৯১ রানের লিড নিয়ে ঝাড়খণ্ড আবার ব্যাটিংয়ে নামে।

দ্বিতীয় ইনিংসে ৯০.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪১৭ রান জড়ো করে ঝাড়খণ্ড। অনুকূল রায় করেন ১৫৩ রান। সেই মুহূর্তে ইনিংস ঘোষণা করলে নাগাল্যান্ডের লক্ষ্য হত ১০০৯ রান, কারণ ঝাড়খণ্ডের লিড ততক্ষণে পৌঁছে গেছে ১০০৮ রানে!

তবে দুই দল ড্র মেনে নেওয়ায় চার দিনের ম্যাচের ইতি ঘটে সেখানেই। দুই ইনিংসে ২৬৬ ও ৮৯ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঝাড়খণ্ডের কুমার কুশাগ্র।

কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত এই ম্যাচে রঞ্জি ট্রফির বেশ কিছু রেকর্ড নতুন করে গড়া হয়েছে। ঝাড়খণ্ড ও নাগাল্যান্ড তিন ইনিংস মিলিয়ে জড়ো করে মোট ১ হাজার ৫৮৬ রান। রঞ্জি ট্রফির ইতিহাসে এটাই এখন এক ম্যাচে সবচেয়ে বেশি রানের নজির। এর আগে গত ফেব্রুয়ারিতে বিহার ও সিকিমের ম্যাচে ১ হাজার ৩৬৭ রান উঠেছিল, যা এখন চলে গেছে দ্বিতীয় স্থানে।

এছাড়া দুই ইনিংস মিলিয়ে ঝাড়খণ্ডের জড়ো করা ১২৯৭ রান রঞ্জির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ১৯৪৮-৪৯ মৌসুমে মহারাষ্ট্রের বিরুদ্ধে তখনকার বোম্বে দল ১ হাজার ৩৬৫ রান জড়ো করেছিল। ১৯৯০-৯১ মৌসুমে হায়দরাবাদের বিরুদ্ধে বোম্বে জড়ো করে ১ হাজার ৩০১ রান।

লিডের দিক থেকে ঝাড়খণ্ডের এই কীর্তিই সবার ওপরে। ১ হাজার ৮ রানের লিড নিয়ে ঝাড়খণ্ড তাই ইতিহাস গড়েছে, নাগাল্যান্ডকে নিয়ে রীতিমত ছেলেখেলা করে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ