ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

জিতা ম্যাচ হেরে সরাসরি একটা বিষয়কে দুষলেন অধিনায়ক জ্যোতি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৮ ১৩:৫০:৪৩
জিতা ম্যাচ হেরে সরাসরি একটা বিষয়কে দুষলেন অধিনায়ক জ্যোতি

শেষ দিকে নাহিদার সঙ্গে একজন ব্যাটার থাকলেই ফলটা ভিন্ন হতে পারতো বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এতো ভালো সুযোগ পেয়েও জিততে না পারার হতাশার কথাও জানিয়েছেন তিনি।

জ্যোতি বলেছেন, (এমন হারের পর) হতাশা তো থাকবেই। এসব ম্যাচগুলো অনেক ক্লোজ ম্যাচ, অনেক বড় সুযোগ ছিল আরো দুই পয়েন্ট নেয়ার। অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে, এটার জন্য সবার মন খারাপ হওয়াটা স্বাভাবিক।

তিনি আরো বলেন, ওয়েস্ট ইন্ডিজের মতো টিমকে এত অল্প রানে আটকানো, এরপর খুব কাছাকাছি গিয়ে এরকমভাবে হারা। শেষ পর্যন্ত নাহিদা অনেক ফাইট করেছে, যদি একটা ব্যাটার তাকে সাপোর্ট করতো, তাহলে ফলটা আলাদা হতে পারতো।

এর আগে ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জিততে না পারার কারণ হিসেবে জুটি গড়ার ব্যর্থতার কথা উল্লেখ করেন জ্যোতি।

এসব পরিস্থিতিতে অভিজ্ঞতা কম থাকায় জয় ধরা দিচ্ছে না বলে মনে করেন তিনি। তবে নিয়মিত খেললে আরো উন্নতি হবে বলে বিশ্বাস টাইগ্রেস অধিনায়কের।

নাহিদা বলেন, খুবই ক্লোজ ম্যাচ ছিল। আমাদের বোলাররা যেভাবে শুরু করেছিল, দুর্দান্ত। ব্যাটিং নিয়ে হতাশ। আমরা জুটি গড়তে পারিনি। আমার উচিত ছিল শেষ পর্যন্ত খেলা। এসব জিনিস নিয়ে কাজ করতে হবে আমাদের। এসব পরিস্থিতিতে আমাদের অভিজ্ঞতার অভাব রয়েছে। যদি আমরা নিয়মিত খেলি, তাহলে আরো উন্নতি হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ