ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আইপিএল থেকে ছিটকে গেল সাত কোটির পেসার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৮ ১৬:১২:২১
আইপিএল থেকে ছিটকে গেল সাত কোটির পেসার

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে উডের মেডিকেল রিপোর্ট লক্ষ্মৌ এর কাছে পাঠানো হয়েছে। আর আপাতত উডকে বোলিং না করার পরামর্শ দিয়েছে ইসিবি।

আইপিএল শুরুর আগ মুহুর্তে উডের ছিটকে যাওয়া লক্ষ্মৌর জন্য নিঃসন্দেহে চিন্তার বিষয়। এই ইংলিশ পেসার দলের পেস ইউনিটের অন্যতম বড় অস্ত্র। এর আগে মেগা নিলাম থেকে ৭ কোটি ৫০ লক্ষ রুপিতে তাকে দলে ভেড়ায় লক্ষ্মৌ।

এদিকে এবারের আসরে লিগ পর্বে থাকছে না রাউন্ড রবিন লিগ পদ্ধতি। দশ দলের এই আসরে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। আইপিএল চ্যাম্পিয়নশীপ জয় এবং ফাইনালে অংশ গ্রহণের সংখ্যার ভিত্তিতে দশ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।

লিগ পর্বে নিজ গ্রুপের প্রত্যেক দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল। আর অপর গ্রুপের নির্ধারিত একটি দলের বিপক্ষে দুটি ম্যাচ এবং বাকি চারটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ