ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

দারুন এক শতকে দলকে জিতিয়ে উপেক্ষার জবাব দিলেন ইমরুল কায়েস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৮ ২২:৪৪:২০
দারুন এক শতকে দলকে জিতিয়ে উপেক্ষার জবাব দিলেন ইমরুল কায়েস

তার সেঞ্চুরিতে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলতে নেমে ইমরুলের সেঞ্চুরির ওপর ভর করে ৪৯ রানের বড় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

১৩৯ বলে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেন ইমরুল কায়েস। ১৩টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কা হাঁকান তিনি।

ব্যাটসম্যানদের পর শেখ জামালের বোলারাও দায়িত্ব পালন করেন। একের পর এক রূপগঞ্জের সেট ব্যাটসম্যানদের ফিরিয়ে দারুণ এক জয় তুলে নেন। সানজামুল ঘূর্ণি যাদু দেখিয়ে ১০ ওভারে ৪৭ রানে ৫টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন পারভেজ রসুল ও মৃতুঞ্জয় চৌধুরী। তাতে ৪৭.৩ ওভারে ২৪৮ রানে অলআউট হয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

ব্যাট হাতে রূপগঞ্জের নাঈম ইসলাম ১১১ বলে ৯ চারে ৯৫ রান করেন। ক্রেইগ জনি করেন ৫৯ রান। ৪৯টি রান আসে তানজিদ হাসানের ব্যাট থেকে। অপরাজিত ২৫ রান করেন সাব্বির রহমান।

ম্যাচসেরা হন শেখ জামালের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস।

দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে শেখ জামাল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ