ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

তাসকিনকে নিয়ে ভবিষ্যৎবানী করলেন হার্শা ভোগলে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৯ ১৬:১৭:৪০
তাসকিনকে নিয়ে ভবিষ্যৎবানী করলেন হার্শা ভোগলে

তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা ছাড়াও পাইপলাইনে রয়েছে এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ এবং মৃত্যুঞ্জয়ের মতো পেসাররা। এদিকে ২০১৪ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হলেও বোলিং অ্যাকশনের সমস্যা এবং ইনজুরির কারণে শুরুর কয়েক বছরে নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি তাসকিন। সময় যত পেরিয়েছে ততই নিজেকে পরিণত করেছেন ডানহাতি এই পেসার।

সর্বশেষ দুবছরে পরিশ্রম এবং চেষ্টার ফলে তিন ফরম্যাটেই দলের অন্যতম পেসার বনে গেছেন তাসকিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়েও বড় অবদান রাখেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে পারফরম্যান্সের পর হার্শা ভোগলে টুইট করে জানিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন তাসকিন বাংলাদেশের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন।

হার্শা বলেন, ‘বাংলাদেশকে তাসকিন এবং শ্রীলঙ্কাকে চামিরা বোলিং আক্রমণে নেতৃত্ব দিতে পারে। কেননা তাদের বলে পেস আছে। তাদের এমনটা (বোলিং আক্রমণে নেতৃত্ব দেয়া) বারবার করা উচিত।

এদিকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ থেকেই নিয়মিত তিনে ব্যাটিং করছেন সাকিব আল হাসান। সেই বিশ্বকাপে ৬০৬ রান করেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। এরপর থেকেই তিনে নিয়মিত সাকিব। যদিও দলের প্রয়োজনে চারেও ব্যাটিং করেছেন সাকিব। হার্শা মনে করেন, সাকিব তিনে ব্যাটিং করলে বাংলাদেশ শক্তিশালী দল।

হার্শার ভাষ্যমতে, ‘বাংলাদেশের দারুণ ফলাফল। আশা করি, তাসকিন যেমন উন্নতি দেখিয়েছে সে তা ধরে রাখতে পারবে। তাসকিন এবং চামিরা- দুজনেরই তাদের জাতীয় দলের বড় অংশ হওয়া উচিত। আর যখন সাকিব তিনে ব্যাটিং করে তখন বাংলাদেশ শক্তিশালী।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ