ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পেস বোলারদের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক তামিম ইকবাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৯ ১৭:০১:৩৫
পেস বোলারদের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক তামিম ইকবাল

ইনিংসের চতুর্থ ওভারেই ফিরিয়ে দেন জানেমান মালানকে । পরবর্তীতে এক ওভারেই আরেক ওপেনার ভেনাররাসেন এবং এইডেন মার্করামের উইকেট স্বীকার করেন তাসকিন আহমেদ। উইকেট এর হিসাব করলে বোলারদের মধ্যে সবচেয়ে সফল মিরাজ। তবে পরিস্থিতি অনুযায়ী খাপ খাওয়ানো এবং আগ্রাসনের ভিক্তিতে দিনের সেরা বোলার তাসকিন আহমেদ।

১০ ওভারে ৩৪ রান দিয়ে স্বীকার করেছেন তিনটি উইকেট। বলা চলে এই গতি দানব এর বোলিং তোপেই চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। নিয়মিত ১৪০ কিলোমিটারের উপরের গতিতে টানা একই লেন্তে বোলিং করেছেন এই পেসার। তাসকিনের বাউন্স এবং পেসের বিপক্ষে বেশ সংগ্রাম করতে হয়েছে আফ্রিকার ব্যাটসম্যানদের। দিনশেষে পেসারদের পারফরম্যান্সেই ম্যাচটি জিততে পেরেছে বাংলাদেশ। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে এ কথাটি যেন নিজেও স্বীকার করলেন তামিম।

টাইগারদের অধিনায়ক বলেন"বাংলাদেশের বোলিং শুনলেই সবাই স্পিনারদের কথা বলে। সবার মনে হয় স্পিনারদের নিয়ে সাজানো একটি বোলিং আক্রমণ। তবে আমাদের পেসাররা কি করতে পারে তা নিশ্চয়ই সবাই দেখেছে। আমি মনে করি আমাদের পেস বোলাররা এখন বিশ্বমানের।

সবাই নতুন এবং সবার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমি আশা করি এভাবেই পেসাররা দিনের পর দিন আমাদের ম্যাচ জিতেয়ে যাবে"। ওয়ানডে অধিনায়ক এর কথাতেই পরিস্কার টাইগারদের এ পেস বোলিং বিপ্লবে তিনি কতটা খুশি। তামিমের কথাগুলো যেন সত্য হয় এবং এভাবেই যেন বাংলাদেশকে দীর্ঘদিন ম্যাচ জিতিয়ে যায় পেস বোলাররা এটাই প্রত্যাশা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ