ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

আমাকে বলতেই হবে, সাকিবের ব্যাটিংটা দেখার জন্য দারুণ ছিল : মাখায়া এনটিনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৯ ১৮:০৯:৩৪
আমাকে বলতেই হবে, সাকিবের ব্যাটিংটা দেখার জন্য দারুণ ছিল : মাখায়া এনটিনি

বিশেষ করে সাকিব আল হাসানের সাহসী ইনিংসের অনেক প্রশংসা করেছেন তিনি। সেঞ্চুরিয়নে কাল সাকিবের ৬৪ বলে ৭৭ রানের ইনিংসটি দক্ষিণ আফ্রিকার সাবেক এই ফাস্ট বোলারকে এতটাই মুগ্ধ করেছে যে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের সব কৃতিত্বই যেন ঢেলে দিলেন সাকিবের ঝুড়িতে।

গতকাল ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তী সাকিবের প্রসঙ্গ টেনে বলেন, “খুবই ভালো, খুবই বিনোদনদায়ী ওদের ব্যাটিং। ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে সাকিব তো দারুণ খেলল। ১০০ রানের ওপর জুটি গড়েছে ওরা। আমাকে বলতেই হবে, সাকিবের ব্যাটিংটা দেখার জন্য দারুণ ছিল”।

মাঠে সাকিবের এমন উপস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতার প্রতিফলন বলেই মনে করেন এনটিনি, “দুই শতাধিক (২১৯টি) ওয়ানডে ম্যাচ খেলেছে সে। এটা সেই অভিজ্ঞতারই প্রতিফলন। আতঙ্কিত না হয়ে নিজের শট খেলায় মনোযোগী হয়েছে সাকিব। নিজের স্বাভাবিক খেলাটা খেলেছে আর সেটাই বাংলাদেশের জন্য দরকার ছিল।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ