ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আজ বাংলাদেশের বিপক্ষে গোলাপি জার্সি পরে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা জানা গেল এর আসল কারণ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২০ ০৮:৫৯:০৫
আজ বাংলাদেশের বিপক্ষে গোলাপি জার্সি পরে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা জানা গেল এর আসল কারণ

প্রত্যেক বছরের মতো এ বছরও এই গোলাপি জার্সি পরেছে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে গোলাপি জার্সি পরবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

প্রোটিয়া ক্রিকেটাররা মূলত স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে এই গোলাপি জার্সি পরেন। তবে এই প্রথম নয়। এর আগেও এবিডি আমলারা গোলাপি জার্সি পরে খেলেছেন।

২০১১ সালে দক্ষিণ আফ্রিকা প্রথম উদ্যোগ নেয়। এখন পর্যন্ত গোলাপি জার্সিতে একটি ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ২০১৯ সালে পাকিস্তানের কাছে হেরেছিল স্বাগতিকরা।

উল্লেখ্য, গোলাপি জার্সি পরে মাঠে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে দূরন্ত পারফর্ম করার নজির রয়েছে এবি ডিভিলিয়ার্সের। ২০১৫ সালে গোলাপি জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৪ বলে ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন এবিডি।

উল্লেখ্য, এবি ডি ভিলিয়ার্স গোলাপি জার্সি পরে মাঠে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে দূরন্ত পারফর্ম করার নজির রয়েছে। ২০১৫ সালে, এবি ডি ভিলিয়ার্স গোলাপী জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯ রান করেছিলেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ