ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সব কিছু ছাপিয়ে অন্য রকম কীর্তি বাংলাদেশের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২০ ১৯:৪৫:৩০
সব কিছু ছাপিয়ে অন্য রকম কীর্তি বাংলাদেশের

তবে এই ম্যাচ খেলতে নেমে টসের পরই অন্যরকম এক রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। প্রায় ৩৬ বছরের ওয়ানডে ইতিহাসে এই প্রথম টানা পাঁচ ম্যাচ একই একাদশ নিয়ে খেলতে নেমেছে তারা। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের তিন ম্যাচের পর এই সিরিজের দুই ম্যাচে একাদশে আসেনি কোনো পরিবর্তন।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তিন ম্যাচের একাদশেই ছিলেন তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের জন্য তিন ম্যাচের সিরিজে একই একাদশ নিয়ে খেলতে নামা চতুর্থ ঘটনা ছিল সেটি। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০০৮, শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালের সিরিজে একই একাদশ নিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশ।

এবার সেসব ছাড়িয়ে টানা পাঁচ ম্যাচ একই একাদশ মাঠে নামালো টাইগাররা। বুধবার সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ম্যাচেও যদি একাদশে কোনো পরিবর্তন না আসে, তাহলে প্রথমবারের মতো পরপর দুই সিরিজে একই একাদশ খেলানোর কীর্তি গড়বে টাইগাররা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ