ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

শেষ হলো বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২য় ওয়ানডে ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২০ ২০:৫৭:১০
শেষ হলো বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২য় ওয়ানডে ম্যাচ, দেখেনিন ফলাফল

১৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয়ের পথে হাঁটছে স্বাগতিকরা। প্রথম পাওয়ার প্লেতে ১০ ওভারে বিনা উইকেটে ৭২ রান তুলে তারা।

১৩তম ওভারে জানেমান মালানকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। এই ওপেনার সাজ ঘরে ফেরার আগে ৪০ বলে ২৬ রান করেছেন। মালানের বিদায়ের পর ডি ককও আর বেশিক্ষণ টিকতে পারেননি। সাকিবের বলে ক্যাচ আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৬২ রান।

দুই ওপেনারের বিদায়ের পর দলকে কক্ষপথে রাখেন টেম্বা বাভুমা আর ভেরেইনে। প্রোটিয়া অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৭ রান। আর হাফ সেঞ্চুরি পেয়েছেন ভেরেইনে। এই টপ অর্ডার ব্যাটার অপরাজিত ৫৮ রান করেছেন। বাংলাদেশের হয়ে ১৫ রানে ১ উইকেট শিকার করেছেন আফিফ হোসেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে গেছেন তামিম ইকবাল। মাত্র এক রান করে লুঙ্গি এনগিদির বলে কেশভ মহারাজকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনি। পরের ওভারেই টাইগার শিবিরে হানা দেন কাগিসো রাবাদা। আগের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আল হাসানকে এদিন রানের খাতাই খুলতে দেননি রাবাদা। ফ্লিক শট খেলতে গিয়ে কাইল ভেরাইনিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

প্রতিরোধ গড়তে যেয়েও পারেননি লিটন দাস। ইনিংসের অষ্টম ওভারে রাবাদার বাউন্সারে পরাস্ত হন তিনি। উইকেটরক্ষক কুইন্টন ডি কককে ক্যাচ দিয়ে ফেরেন ১৫ রান করে। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে যোগ দেন ইয়াসির আলী চৌধুরী রাব্বিও।

গত ম্যাচে প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি হাঁকানো ইয়াসিরকেও ফেরান রাবাদা। প্রোটিয়া এই পেসারের একটি শর্ট ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে মহারাজকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

পরের ওভারে বাংলাদেশ শিবিরে আঘাত হানেন ওয়েইন পারনেল। ৩২ বছর বয়সী এই পেসার ১২ রান করা মুশফিককে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন। ফলে ৩৪ রানে বিদায় নেন বাংলাদেশের পাঁচ ব্যাটার।

তারপর ৬০ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। এই জুটি ভাঙেন তাবরাইজ শামসি। ৪৪ বলে ২৫ রান করা মাহমুদউল্লাহকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। এরপর মেহেদী মিরাজকে সঙ্গে নিয়ে ক্যারিরারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন আফিফ।

অপরপ্রান্তে সমানতালে ব্যাট চালাতে থাকেন মিরাজও। দুজনে মিলে গড়েন ৮৬ রানের জুটি। এই জুটিটিও ভাঙেন রাবাদা। ৯ চারে ৭২ রান করা আফিফকে ফেরান তিনি। রাবাদাকে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে টেম্বা বাভুমাকে ক্যাচ দিয়ে ফেরেন আফিফ।

একই ওভারে, ঠিক এক বল পর ফিরে যান মিরাজ। ইয়ানেমান মালানকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৯ বলে ৩৮ রান করেন এই অলরাউন্ডার। তাকে ফেরানোর মাধ্যমে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন রাবাদা।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ- ১৯৪/৯ (৫০ ওভার) (আফিফ ৭২, মিরাজ ৩৮; রাবাদা ৫/৩৯)

দক্ষিণ আফ্রিকা- ১৯৫/৩ ( ৩৭.২ ওভার) (ডি কক ৬২,ভেরেইনে ৫৮*; আফিফ ১/১৫)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ