ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশকে হারানোর আসল কারণ ফাঁস করলেন কার্তিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২১ ১১:৪৮:৪৭
নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশকে হারানোর আসল কারণ ফাঁস করলেন কার্তিক

এতদিন পরে ফের একবার সেই ইনিংসের স্মৃতিচারণায় ডুব দিলেন কার্তিক। ২০১৮ সালের ওই ফাইনালে শেষ মুহূর্তে ব্যাট হাতে কার্তিকের পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের অন্যতম হাইলাইট। ম্যাচে কার্তিক ৮ বলে ২৯ রান করেছিলেন। তাঁর ইনিংস সাজানো ছিল দু'টি চার এবং তিনটি ছয়ে। ম্যাচের শেষ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল পাঁচ রান। সৌম্য সরকারকে কভারের উপর দিয়ে ছয় মেরে ভারতের জয় নিশ্চিত করেন দীনেশ কার্তিক।

কার্যত অসম্ভব পরিস্থিতিতে থেকে ম্যাচ জেতানোর পূর্বে ব্যাট নামার আগে কী চলছিল কার্তিকের। এই বিষয়ে কথা বলকে গিয়ে তিনি জানান, 'আমি ব্যাট করতে নামার জন্য মুখিয়ে থাকলেও, ম্যাচে খুব দেরিতে আমার সুযোগ আসে। যখন ব্যাট করতে নামি তখন দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল ৩৪ রান। এই অবস্থায় ব্যাটার হিসেবে আপনার একমাত্র ভাবনা কটা বাউন্ডারি আমি মারতে পারব। এটাই সেদিন আমি ভাবছিলাম। কিছু শটের ক্ষেত্রে ভাগ্যও আমাকে সাহায্য করেছিল বটে। তারপরে যেমনটা বলা হয়, বাকিটা আজ ইতিহাস।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ