ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আইপিএলে ডাক পেয়েছেন তাসকিন, সিদ্ধান্ত জানাতে সময় নিচ্ছেন বোর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২১ ১৪:৫৩:০৭
আইপিএলে ডাক পেয়েছেন তাসকিন, সিদ্ধান্ত জানাতে সময় নিচ্ছেন বোর্ড

ইংল্যান্ডের স্পিডস্টার উড পিঠের ইনজুরির কারণে আইপিএলের এ মৌসুম থেকে ছিটকে গিয়েছেন। নিয়মিত ঘন্টায় ১৪৫ কিলোমিটারের উপরে বল করতে পারা উড এর বিকল্প হিসেবে একজন গতিময় বোলার প্রয়োজন লক্ষণোর। সেই ক্ষেত্রে তাসকিনই তাদের প্রথম পছন্দ। বিসিবির সাথে যোগাযোগ করেছেন ভারতীয় দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

গম্ভীর এবার আইপিএল দল লক্ষণোর মেন্টরের ভূমিকা পালন করছেন। ফলে তাসকিনের বিষয়ে সকল যোগাযোগ তিনি করছেন। ওয়ান্ডার্স এ দ্বিতীয় ওয়ানডের পরই ঢাকা থেকে ফোনে এ খবরটি পেয়েছেন তাসকিন। তবে বোর্ড এবং দলের সাথে যোগাযোগ করার জন্য কিছু সময় চেয়েছেন এ ফাস্ট বোলার। যদিও আজকের মধ্যেই নিজের খেলার বিষয়টি লক্ষণো ফ্রাঞ্চাইজির কাছে নিশ্চিত করতে হবে তাসকিনের। তাসকিনের সম্প্রতি ফর্ম এক অর্থে অসাধারণ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিয়েছেন ৩ উইকেট। গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দলের জয়ে অন্যতম অবদান রেখেছেন এই পেসার। এছাড়া আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে চার উইকেট শিকার করেছেন তাসকিন। তাসকিন যদি খেলার সিদ্ধান্ত নেন তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট এর আগেই নিজের দলের সাথে যোগ দিতে হবে তাসকিনকে।

তাসকিনের আইপিএলে দল পাওয়াটা টাইগার সমর্থকদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ? নিঃসন্দেহে আইপিএল বিশ্বের সেরা ক্রিকেট টুর্নামেন্ট। এখানে খেলতে পারা যে কোন ক্রিকেটারের জন্যই একটি গর্বের ব্যাপার। তবে এই ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটি মিস করতে হবে তাসকিনকে। সর্মথকরা নিশ্চয়ই চাইবে না যে দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলুক তাসকিন। তাসকিনের সিদ্ধান্তটি কি হয় এখন এটাই দেখার পালা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ