ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কঠিন সতর্ক বার্তা : বোলিং করতে না পারলে খেলা ছেড়ে দাও

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২১ ১৯:৫১:২৫
কঠিন সতর্ক বার্তা : বোলিং করতে না পারলে খেলা ছেড়ে দাও

আর যদি স্পিনাররা নিজেদের দক্ষতা বাড়াতে না পারেন তাহলে তাদের ক্রিকেট খেলা ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছেন সাঈদ আজমল। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টে সিরিজে ফ্ল্যাট উইকেট বানিয়ে খেলছে পাকিস্তান। যেখানে মোটেও সুবিধা করতে পারছে না পাকিস্তানি স্পিনাররা। উল্টো অজি ব্যাটাররা দাপট দেখিয়েছে।

আজমল বলে, ‘স্পিনাররা যদি উইকেট দেখে বোলিং করতে থাকে তাহলে স্পিনার হয়ে লাভ কী? স্পিনারদের উচিত সব কন্ডিশনে পারফর্ম করতে শেখা। যেসব উইকেটে খেলা হয়েছে সেগুলো ফ্ল্যাট। তবে টেস্ট ক্রিকেটে এমন উইকেট হতেই পারে।’

পাকিস্তান ঘরের মাঠে খেলা হলে স্পিন বান্ধব উইকেট বানায়। কারণ তাদের বেশ কিছু বিশ্বমানের স্পিনার আছে। যারা ঘরের মাঠে প্রতিপক্ষ ব্যাটারদের শাসন করার ক্ষমতা রাখেন। তবে এই ধরনের ধারণা দেখে বের হয়ে আসা উচিত বলে মনে করেন আজমল।

পাকিস্তানের সাবেক এই স্পিনার আরও বলেন, ‘পাকিস্তান সবসময় স্পিন উইকেট বানায়, এমন একটা ধারণা প্রচলিত আছে। অথচ আমরা যখন আরব আমিরাতে খেলতাম, তখনও আমাদের বলে স্পিন করাতে হয়েছে এবং এটা জাদুকরীভাবে ঘটেনি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ