ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতহার আলী খান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২১ ২৩:০১:৩২
সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতহার আলী খান

আতহার আলী খান বলেন,’ ব্যাটিং ভালো হয়নি, ব্যাটিং ভালো না হওয়ার কারণে রান ভালো হয়নি, ব্যাটিং ভালো না হওয়ার কারনে আমরা হেরেছি। তারপর বলা লাগে ৩৪ রানে ৫ উইকেট হারানোর পরও আমরা কিন্তু ১৯৪ রান করেছি। আমরা মাহমুদউল্লাহর কথা বলতে পারি, আমরা মেহেদীর কথা বলতে পারি। বিশেষ করে আফিফের কথা বলতেই হয়’।

সিরিজ জিততে হলো তামিম রিয়াদের কি করত হবে তাও বলে দেন তিনি। তিনি বলেন,’ ব্যাটিংয়ে ভালো করতে হবে। আমাদের শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি শুরুটা ভালো করতে পারি তাহলো পরে যারা ব্যাট করবে তাদের জন্য ভালো হবে এবং ৩০০+ স্কোর করা সম্ভব। তিনি আরও বলেন সেঞ্চুরিয়ানে ৩০০ রান লাগবে না ২৮০-২৯০ রান করলেও জয় সম্ভব’।

সেঞ্চুরিয়ানের উইকেট নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন,” জোহানেসবার্গের উইকেট আর সেঞ্চুরিয়ানের উইকেটের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। আমরা দেখেছি জোহানেসবার্গের বাউন্স হয় বেশি, হঠাৎ করে এক্সট্রা বাউন্স হচ্ছে বল। আর সেঞ্চুরিয়ানে বাউন্স হয় কিন্তু তুলোনা মুলক কম। তিনি আরও বলেন,’ যদি আমরা টার্গেটে খেলি তারপরও কিন্তু শুরুতে উইকেট হারাতে পারবো না। আবার টস জিতে ব্যাট করলেইও শুরুতে উইকেট হারাতে পারবে না। তাই আমাদের শুরুটা ভালো করতে তার কথায় তাই বোঝা যায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ