ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আউট,আউট,আউট,’শূন্য’ রানে ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২২ ১০:০৯:৪৮
আউট,আউট,আউট,’শূন্য’ রানে ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

উদ্বোধনী জুটিতে তারা করেন ৭৪ রান। তবে এরপর স্কোরবোর্ডে কোনো রান না তুলেই তিন উইকেট হারায় ভারত। রিতু মনি এবং নাহিদা আক্তারের বোলিং তোপে বিপদে পড়ে যায় ভারত। তবে এরপর আবার দেখেশুনে খেলতে থাকেন তারা। ভারতের অধিনায়ক রিতু মনির প্রথম বলেই আউট হয়ে যান।

তবে এখন দলকে টানছেন ইয়াস্তিকা ভাটিয়া ও রিচা ঘোষ। এদিকে রুমানা আহমেদ আর একটি উইকেট পেলে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৫০ উইকেট পাবেন। ভারত এই ম্যাচে জিতলে টেবিলের তিনে উঠে যাবে। যার ফলে সেমিতে যাওয়া অনেকটা সহজ হয়ে যাবে ভারতের নারীদের জন্য। অপরদিকে বাংলাদেশ এই ম্যাচ জিতলে জমে উঠবে গ্রুপপর্ব।

কারণ ৬ ম্যাচ খেলে সমান ৪ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ডের সমান পয়েন্টে থাকবে বাংলাদেশ। এদিকে নিজেদের ইতিহাসে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হারলেও দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা।

এরপর সবাইকে চমকে দিয়ে পাকিস্তানকে বলে কয়ে হারিয়ে আসরে বাজিমাত করে ফারজানা হক পিংকিরা। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় অপেক্ষা করছিল বাংলাদেশের মেয়েদের জন্য। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৪ রানের আক্ষেপ নিয়ে বিশ্বকাপের মঞ্চে এমন দারুণ একটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ।

অবশ্য সে হতাশা মনে পুষে রাখতে চান না বাংলাদেশ অধিনায়ক। তার পরিকল্পনা এখন শুধু পাকিস্তানের মতো কীভাবে ভারতকে বধ করা যায়। এদিকে ভারতে বিপক্ষে এর আগে চারটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৭ সালে তাদের বিপক্ষে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। যার সবকটিতেই হার সালমা খাতুনদের। তবে এই ভারতকেই টি–টোয়েন্টি ম্যাচে হারিয়ে মালয়েশিয়ায় ২০১৮ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ