ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পগবার বাড়িতে চুরি, পগবার সবচেয়ে মূল্যবান জিনিসটিও নিয়ে গেলো চোরের দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৩ ১৪:১৯:৪০
পগবার বাড়িতে চুরি, পগবার সবচেয়ে মূল্যবান জিনিসটিও নিয়ে গেলো চোরের দল

ঘটনার সময়, পোগবার তার দুই সন্তান এবং ন্যানির সাথে বাড়িতে ছিলেন, যিনি তাদের লালন-পালনের দায়িত্বে ছিলেন। মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হওয়া সত্ত্বেও, বাচ্চারা নিরাপদ থাকায় হাঁফ ছেড়ে বেঁচেছেন পগবা।

উল্লেখ্য ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেই ম্যাচে ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেন পগবা। এছাড়া আসরজুড়েই সপ্রতিভ ছিলেন তিনি।

মেডেল চুরির ব্যাপারে পগবা বলেন, ‘ওরা আমার মায়ের অলঙ্কার নিয়ে গেছে, আমার চ্যাম্পিয়ন মেডেল নিয়ে গেছে। আমি ভয় পেয়েছিলাম কারণ তখন আমার দুই বাচ্চা ও তাদের ন্যানী বাড়িতে ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘সে (ন্যানী) সবকিছু বুঝতে পেরে আমার স্ত্রী এবং নিরাপত্তাকর্মীদের ফোন করে। পরে বাচ্চাদের নিয়ে একটি রুমে ঢুকে যায়। কয়েকদিন ধরে সে ধাতস্থ হতে পারেনি। বড় বিষয় হলো বাচ্চারা নিরাপদে আছে।’

এম/আর/এম

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ