ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পাকিস্তানের উইকেটের সমালোচনা করেছেন ওয়াহ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৩ ১৪:৪২:০১
পাকিস্তানের উইকেটের সমালোচনা করেছেন ওয়াহ

দীর্ঘ দুই যুগ পর ঘরের মাঠে অজিদের বিপক্ষে খেলছে পাকিস্তান। তাই এই সিরিজ নিয়ে রোমাঞ্চের কোনো কমতি ছিলো না স্বাগতিক ক্রিকেট ভক্তদের। রাওয়ালপিন্ডি টেস্টে গ্যালারিভর্তি দর্শক তারই প্রমাণ।

এরপর করাচি টেস্টে তুলনামূলক দর্শক কম ছিল। যার বড় সাদা-মাঠা ম্যাচ। মরা পিচে বোলাররা ছিলেন একেবারে অসহায়। সিরিজজুড়ে দুই দলের ব্যাটাররাই দাপট দেখাচ্ছেন। তাই উইকেট নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

ওয়াহ বলেন, 'আমি মনে করি, উইকেটগুলো খুবই সাধারণ মানের। টেস্টের জন্য এমন উইকেট আমি পছন্দ করি না, যেখানে পেস বোলাররা শর্ট বল করতে পারে না। আর এই সিরিজের পুরোটা এভাবেই চলছে।'

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক এই ক্রিকেটারের ধারণা, এমন উইকেটে ম্যাচ খেলার ফলে শাহিন আফ্রিদির মতো পেসারদের ক্যারিয়ারে প্রভাব পড়বে। তাছাড়া এমন মরা উইকেট টেস্ট খেললে ফলাফল না আসার সম্ভাবনাই বেশি বলে মনে করেন তিনি।

ওয়াহ বএলন, 'এই উইকেটগুলো (টেস্টের) ফল এনে দেওয়ার মতো নয়। এসব উইকেটে টেস্ট দেখার জন্যও উপভোগ্য নয়। আমার মনে হয়, এমন উইকেট আফ্রিদির মতো বোলারদের ওপর প্রভাব ফেলে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ