ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মুজরাবানী নয় তাসকিনের পরিবর্তে অন্য এক ক্রিকেটার দলে ভেড়ালো লখনৌ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৪ ১১:৫৯:৫৯
মুজরাবানী নয় তাসকিনের পরিবর্তে অন্য এক ক্রিকেটার দলে ভেড়ালো লখনৌ

সর্ব প্রথম উডের বদলি হিসেবে বাংলাদেশের তারকা পেসার স্পিড স্টার তাসকিন আহমেদকে দলে নিতে চেয়েছিল লখনৌ। কিন্তু বর্তমানে তাসকিন আছেন বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে। আর তাকে আইপিএল খেলতে হলে বাদ দিতে হবে টেস্ট সিরিজ। তাই জাতীয় দলের কথা ভেবে আইপিএলকে না করেছেন এই তারকা পেসার।

বাংলাদেশের এই পেসারকে না পেয়েই মূলত টাইয়ের দিকে হাত বাড়িয়েছে লখনৌ। এর আগে নেট বোলার হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজুরাবানিকেও দলে নিয়েছে দলটি। প্রথমে সবাই ভেবেছিল, উডের বদলি হিসেবেই হয়তো খেলানো হবে মুজুরাবানিকে। তবে শেষ পর্যন্ত নেট বোলার হিসেবেই তাকে দলে রাখা হচ্ছে।

ইংলিস পেসার উডের জায়গায় সুযোগ পাওয়া অ্যান্ড্রু টাই বর্তমানে টি-টোয়েন্টি স্পেশালিস্ট বিশেষ করে ডেথ ওভারে বোলিংয়ের জন্যই অধিক পরিচিত এই পেসার। বিগ ব্যাশের সবশেষ আসরের ফাইনালে মাত্র ১৫ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া আইপিএলে সবমিলিয়ে ২৭ ম্যাচে নিয়েছেন ৪০ উইকেট।

টাই ছাড়াও লখনৌয়ের দলে পেসার হিসেবে আছেন আইপিএলের গত আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি আভেশ খান, শ্রীলঙ্কার দুশমন্থ চামিরা এবং অঙ্কিত রাজপুত। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার আছেন জেসন হোল্ডার, কাইল মায়ার্স ও মার্কাস স্টয়নিস।

আগামী ২৬ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্সআপ কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। দুইদিন পর আগামী ২৮ মার্চ এবারের আসরের আরেক নতুন দল গুজরাট টাইটানসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লখনৌ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ