ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আইপিএল খেলতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ভবিষ্যৎবানী করে গেলেন মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৪ ১৫:০১:২৯
আইপিএল খেলতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ভবিষ্যৎবানী করে গেলেন মুস্তাফিজ

২৩ মার্চ দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারানোর মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। অথচ প্রোটিয়াদের মাটিতে এর আগের সফরগুলোতে একটি ম্যাচেও জেতেনি লাল-সবুজের দল।

ব্যাকফুটে থেকে এভাবে বিদেশের মাটিতে জয় অবশ্য এবারই প্রথম নয় বাংলাদেশের। চলতি বছরের শুরুতেই মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে চমকে দেয় বাংলাদেশ। এবারের টেস্ট সিরিজ জয়ের ব্যাপারে মুস্তাফিজের কাছে আপাতত সেই ম্যাচটিই প্রেরণা।

তিনি বলেন, 'নিউজিল্যান্ডে আমরা অনেক ভালো খেলেছি। এখানে যে আমরা পারব না, এমন কিছু না। পেস বোলার বা ব্যাটাররা এখানে ভালো ফর্মে আছেন। ওয়ানডে বলেন বা টেস্টে বলেন। আশা করি, ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতব। কেননা আমরা ওয়ানডে সিরিজ জিতেছি, এই ফ্লো-টাই আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে।'

নিউজিল্যান্ডে টেস্ট জেতাতে অনবদ্য অবদান রেখেছিলেন পেসার এবাদত হোসেন। ৮ উইকেট নিয়ে এবারের ওয়ানডে সিরিজ জয়ে অবদান রেখেছেন তাসকিন আহমেদ। পেসাররা দল জেতালে বাড়তিভাবে অনুপ্রাণিত হন তারা, জানালেন মুস্তাফিজ।

তিনি আরও বলেন, 'আমরা পেস বোলাররা যদি ম্যাচ জেতাতে পারি তাহলে আমাদের খুবই ভালো লাগে। আমরা পেস বোলাররা সবসময় একটা ইউনিট হিসেবে থাকি। আপনারাও দেখবেন, বোলিং করার সময় আমরা সবসময় একসাথে।'

'কেউ একজন আলাদা, এমন না। কারো কোনো আইডিয়া যদি আসে তাহলে আমরা শেয়ার করি। আমরা সবাই কথা বলি বিধায় আমাদের উন্নতি করছে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ