ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ক্রিকেট ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার ফারজানা ও রুমানা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৫ ১৪:৪২:১৬
ক্রিকেট ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার ফারজানা ও রুমানা

আজ শুক্রবার ২৫ মার্চ ওয়েলিংটনে চললান নারী বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালোই লড়াই করে বাংলাদেশ। আর এই ম্যাচের মধ্যমে বাংলাদেশের দুই নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি ও রুমানা আহমেদ ইতিহাস গড়েন।

বৃষ্টি বাধায় ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ৪৩ ওভার প্রতি ইনিংসে। টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাট করতে পাঠায় শক্তিশালী দল অস্ট্রেলিয়া। বাংলাদেশ নির্ধারিত ৪৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তোলে। এইদিন বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার রানের মাইলফলোক টপকে যান ফরজানা হক পিংকি।

বাংলাদেশের দেয়া সহজ টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া একসময় ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বসে। দলীয় ৭০ রানে ৫ উইকেট হারায়। শেষ পর্যন্ত ৩২.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৬ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ৬৬ রানে অপরাজিত থাকেন বেথ মুনি। ২৬ রানে নট-আউট থাকেন সাদারল্যান্ড।

বাংলাদেশের হয়ে সালমা খাতুন ৩টি উইকেট নেন। আর ১টি করে উইকেট নেন নাহিদা ও রুমানা। বাংলাদেশের প্রথম মহিলা বোলার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলফলোক স্পর্শ করেন রুমানা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ