ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সবার মধ্যে মুস্তাফিজই সবচেয়ে কঠিন কাজটা করে : তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৫ ১৫:১৪:৫৪
সবার মধ্যে মুস্তাফিজই সবচেয়ে কঠিন কাজটা করে : তামিম

ওয়ানডে অধিনায়ক তামিম মনে করেন, বাংলাদেশ দলের বোলারদের মধ্যে মুস্তাফিজই সবচেয়ে কঠিন কাজটি করেন। আর তা হল শুরুর পাওয়ারপ্লে এবং স্লগ ওভারে বোলিং করা।

এই দুই সময়ে ব্যাটারদের রান তোলার প্রবণতা থাকে বেশি। উইকেট শিকারের সম্ভাবনা বেশি থাকে মাঝখানের ওভারগুলোতে, যখন মুস্তাফিজ বোলিংয়ের সুযোগ পান না বললেই চলে। তাই উইকেট না পেলেও কিংবা ইকোনমি রেট সন্তোষজনক না হলেও মুস্তাফিজের পারফরম্যান্স খারাপ হয়েছে- এমনটি মানতে নারাজ তামিম।

তিনি বলেন, ‘সবাই এটাই চিন্তা করছে যে মুস্তাফিজ কোনো উইকেট পায়নি। একটা জিনিস সবার বুঝতে হবে- সব বোলারের মধ্যে মুস্তাফিজই সবচেয়ে কঠিন কাজটা করে। সে শুরুতে বল করে, ডেথ ওভারে বল করে।’

শুধু মুস্তাফিজ নন, তামিমের এই যুক্তি প্রযোজ্য আরেক পেসার শরিফুল ইসলামের ক্ষেত্রেও। তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনেও বলেছি- মুস্তাফিজকে যদি মাঝখানে বল করাই তখন দেখবেন খুবই ইকোনমিক্যাল বল করছে। সে বল হাতে সবচেয়ে কঠিন কাজটা করে। শরিফুলের ক্ষেত্রেও ঠিক তাই। প্রথম ও শেষ ম্যাচে সে দুর্দান্ত ছিল।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ