ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অন্য রকম এক কান্ড ঘটলো ডিপিএলে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৭ ১৭:২৯:০৩
অন্য রকম এক কান্ড ঘটলো ডিপিএলে

আরাফাত সানির করা খেলাঘরের ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলটি মোকাবেল করেছিলেন ওপেনার হাসানুজ্জামান। বাঁ পা এগিয়ে সোজা ব্যাটে ডিফেন্স করার চেষ্টা করেছিলেন হাসানুজ্জামান। এতে এলবিডব্লিউয়ের আবেদনই করেননি সানি। তবে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার আঙুল উঁচিয়ে দিয়ে দিলেন আউটের সিদ্ধান্ত।

বল হাসানুজ্জামানের প্যাডে লেগেছে নাকি ব্যাটে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে খালি চোখে দেখে মনে হয়েছে বল হাসানুজ্জামানের ব্যাটে লেগেছে। ফাইন লেগের দিকে বল যখন গড়িয়ে যাচ্ছিল, তখন সানি আবেদন না করে তাকিয়ে ছিলেন বলের দিকে।

উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা জাকের আলী অনিক শুরুতে একটু উৎসাহ দেখালেও পরের মুহূর্তেই মাথায় হাত দিয়ে দেখতে থাকেন বল কোনদিকে যাচ্ছে। আম্পায়ারের আউটের সংকেত দেখানোর আগে জোরালো আবেদন করেছিলেন কেবল স্লিপে দাঁড়ানো ফিল্ডার।

আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না হাসানুজ্জামান। সিঙ্গেল নিতে গিয়ে ক্রিজের মাঝপথে থেমে যান তিনি। এরপর কিছুক্ষণ আম্পায়ারের দিকে তাকিয়ে থাকেন। উল্লেখ্য যে, ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করছেন মাসুদুর রহমান মুকুল ও হাবিবুর রহমান। তৃতীয় আম্পায়ার হিসেবে আছেন সৈয়দ মোজাহিদুজ্জামান স্বপন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ