ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এই মাত্র প্রকাশ করা হলো বিশ্বকাপের সেমিফাইনালের সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৭ ১৯:৪২:৩৮
এই মাত্র প্রকাশ করা হলো বিশ্বকাপের সেমিফাইনালের সূচি

গত বছরের ফাইনালিস্ট ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম রাউন্ডের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল। তাদের পরাজয়ের মধ্য দিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেল ক্যারিবিয়ান নারীরা।

এর আগে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। সাত ম্যাচের সবকটিতেই জিতে শীর্ষ চারে রয়েছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে অন্য দল দক্ষিণ আফ্রিকা।

দুই দিনের বিরতির পর আগামী বুধবার শুরু হবে সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। দ্বিতীয় ফাইনালিস্টের সিদ্ধান্ত হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার পরবর্তী ম্যাচে।

দুই সেমিফাইনাল ম্যাচের পর দলগুলো আরও দুই দিন ছুটি পাবে। এরপর আগামী রোববার (৩ এপ্রিল) মাঠে গড়াবে শিরোপার লড়াই। প্রথম সেমিফাইনাল হবে ওয়েলিংটনে। পরের দুটি ম্যাচ হবে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে।

সেমিফাইনালের সূচি

প্রথম সেমিফাইনাল (৩০ মার্চ, বিকেল ৪টা)

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় সেমিফাইনাল (মার্চ ৩১, সকাল ৮টা)

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড

ফাইনাল (৩ এপ্রিল, সকাল ৮টা)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ