ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

মুশফিকুর রহিম ৪৮৭৩, তামিম ৪৭৮৮

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৯ ০৯:৩৯:৪৩
মুশফিকুর রহিম ৪৮৭৩, তামিম ৪৭৮৮

তবে এবার মুশফিকুর রহিমের সামনে সুযোগ রয়েছে ভালো করার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। এই সিরিজে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মুশফিকুর রহিম।

তবে এই মাইলফলক স্পর্শ করতে হলে মুশফিকুর রহিমকে আরো করতে হবে ১২৭ রান। এই মুহূর্তে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। ৭৮ ম্যাচে ১৪৪ ইনিংসে ৩৬.৯১ গড়ে ৪৮৭৩ রান সংগ্রহ করেছেন মুশফিক। এরমধ্যে সেঞ্চুরি করেছেন সাতটি যার মধ্যে তিনটি রয়েছে ডাবল সেঞ্চুরি। এছাড়াও হাফ সেঞ্চুরি করেছেন ২৪ টি।

মুশফিকুর রহিমের পরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। তামিম ইকবালের সামনে রয়েছে ৫ হাজার রানের রেকর্ড ছোঁয়া। ৬৪ ম্যাচে ১২৩ ইনিংসে ৩৯.৫৭ গড়ে ৪৭৮৮ রান সংগ্রহ করেছেন তামিম। টেস্ট ক্রিকেটে তামিমের সেঞ্চুরি রয়েছে ৯টি, এবং হাফ সেঞ্চুরি করেছে ৩১টি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ