ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

৬,৬,৬,৪,৬,৬ চার ছক্কার ঝড়ে সাড়ে তিন বছর পর ফিরে ঝড়ো সেঞ্চুরি হেডের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৯ ১৯:১৪:২৮
৬,৬,৬,৪,৬,৬ চার ছক্কার ঝড়ে সাড়ে তিন বছর পর ফিরে ঝড়ো সেঞ্চুরি হেডের

ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মিচেল মার্শদের অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে ইনিংস সূচনার দায়িত্ব বর্তেছে হেডের কাঁধে। এর আগে ২০১৮ সালের নভেম্বরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন হেড।

প্রায় সাড়ে তিন বছর পর পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে নিজের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করলেন তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অসিদের সংগ্রহ ২৬ ওভারে ২ উইকেটে ১৭৩ রান।

উদ্বোধনী জুটিতে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও হেড মিলে মাত্র ১৪.৪ ওভারে যোগ করেন ১১০ রান। যেখানে ফিঞ্চের অবদান শুধু ৩৬ বলে ২৩ রান। পাকিস্তানি বোলারদের ওপর বাকি ঝড়টা তোলেন হেড।

মাত্র ৩২ বলে ফিফটি পেরুনোর পর সেঞ্চুরি করতে তিনি খেলেছেন ৭০ বল। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের এটিই দ্রুততম সেঞ্চুরি। অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। আউট হয়ে গেছেন ১২ চার ও ৩ ছয়ের মারে ১০১ রান করেছেন হেড।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ