ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তামিমের ওপেনিং সঙ্গী জয়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ৩০ ১৯:৪৭:৪৬
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তামিমের ওপেনিং সঙ্গী জয়

এমন অবস্থায় সাদমানেরই বাদ পড়ার সম্ভাবনা বেশি। ডারবানে প্রথম টেস্ট শুরুর আগে তামিম-জয়ের ইনিংস শুরুর ইঙ্গিত দিয়ে রেখেছেন অধিনায়ক মুমিনুল হক। যদিও দলের কম্বিনেশন কেমন হবে সেটা ম্যাচের দিন উইকেট দেখেই সিদ্ধান্ত নেবেন তারা।

মুমিনুল বলেছেন, ‘ওপেনিং পার্টনার তামিম ইকবাল আর জয় হওয়ার সম্ভাবনা বেশি।’ দলের কম্বিনেশন নিয়ে টাইগার অধিনায়ক বলেন, 'কম্বিনেশনটা সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। কাল উইকেট দেখে সিদ্ধান্ত নেব। কারণ কন্ডিশনের বিষয়টা অনেক ভিন্নতা থাকে।'

তামিম সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে। এরই মধ্যে বাংলাদেশ পাঁচটি টেস্ট খেলেছে। প্রতিটি ম্যাচেই নিয়মিত ওপেনার ছিলেন সাদমান। দুটি করে ম্যাচে তার সঙ্গী ছিলেন সাইফ হাসান ও জয়। আর একটি ম্যাচে তার সঙ্গে ইনিংস শুরু করেছিলেন নাইম শেখ।

সাম্প্রতিক ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন সাইফ হাসান। আর টেস্ট দলের পরিকল্পনাতেই নেই নাইম। এবার তামিম ফেরায় সাদমানকে বাদ পড়তে হচ্ছে। ঘরের মাঠে পাকিস্তান সিরিজে জয়ের টেস্ট অভিষেক হয়েছিল। সেই টেস্টে শূন্য ও ৬ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ড সফরে গিয়ে ইতিহাস গড়া মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে জয়ের ব্যাট থেকে আসে ২২৮ বলে ৭৮ রানের ইনিংস। এই ইনিংসের কারণেই একাদশে টিকে যাচ্ছেন যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ