ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ৩১ ২১:৫৭:১১
বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

চা বিরতির আগে একে একে সাজঘরে ফেরেন অধিনায়ক ডিন এলগার (৬৭), সারেল আরউই (৪১) ও কিগান পিটারসেন (১৯)। ৩ উইকেটে ১৬৫ রান নিয়ে চা বিরতিতে যায় প্রোটিয়ারা। ততক্ষণে খেলা হয়েছে ৫৩ ওভার।

এরপর শেষ সেশনে মাত্র ২৩.৫ ওভার খেলা হতেই দিনের খেলার ইতি টানতে হয় আলোক স্বল্পতার কারণে। তার আগে আরও একটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ২১ রান করে সাজঘরে ফেরেন রিয়ান রিকেলটন। তবে দক্ষিণ আফ্রিকাকে আশা দেখাচ্ছে টেম্বা বাভুমার ব্যাট। ১১৯ বলে ৫৩ রান করে অপরাজিত আছেন তিনি।

বাভুমার সঙ্গী ৬৪ বলে ২৭ রানে অপরাজিত কাইল ভেরেইন্নে। বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন চৌধুরী একটি করে উইকেট শিকার করেছেন। দুর্দান্ত থ্রোতে পিটারসেনকে রান আউট করে মিরাজ কুড়িয়েছেন প্রশংসা।

দক্ষিণ আফ্রিকা দিনের খেলা শেষ করেছে ২৩৩ রান নিয়ে, হারিয়েছে ৪টি উইকেট। প্রথম দিনে মোট ৭৬.৫ ওভার খেলা হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)টস : বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ২৩৩/৪ (৭৬.৫ ওভার)এলগার ৬৭, বাভুমা ৫৩*, আরউই ৪১, ভেরেইন্নে ২৭*খালেদ ৪৯/১, মিরাজ ৫৭/১, এবাদত ৫৮/১

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ