ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দক্ষিণ আফ্রিকা যত রানে আটকাতে চায় বাংলাদেশ জানালো ডোমিঙ্গো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০১ ১২:৩১:২৬
দক্ষিণ আফ্রিকা যত রানে আটকাতে চায় বাংলাদেশ জানালো ডোমিঙ্গো

প্রথম সেশনে বাংলাদেশি বোলাররা প্রোটিয়াদের কোনো বিপদে ফেলতে পারেননি। বিনা উইকেটেই ৯৫ তুলে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা।

তবে দ্বিতীয় সেশনে ৩ উইকেট তুলে নেয় মুমিনুলের দল। তৃতীয় সেশনে আবার খেই হারায়। দিনশেষে ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৩৩ রান। ডোমিঙ্গো অবশ্য মনে করছেন, প্রথম দিনটা দুই দলের জন্য সমানে সমানই হয়েছে। তার কথা, ‘আমরা প্রথম সেশনে ভালো করতে পারিনি। কিন্তু লাঞ্চের পর দারুণভাবে লড়াইয়ে ফিরি। আমার মনে হয় এই মুহূর্তে দুই দলই সমান অবস্থানে। তারা মাত্র ২৩০ (প্রকৃতপক্ষে ২৩৩) রান তুলেছে। যদি আমরা কাল সকাল সকাল দুটি উইকেট তুলে নিতে পারি, তবে ভালো পজিশনে চলে যাবো।’

সবমিলিয়ে বোলাররা খুব খারাপ করেছে, মনে করেন না টাইগার দলের হেড কোচ। তার বিশ্বাস, দক্ষিণ আফ্রিকাকে ৩০০-৩২০ রানের মধ্যে আটকে রাখা সম্ভব হলে আর দুশ্চিন্তা থাকবে না।

ডোমিঙ্গো বলেন, ‘আমরা শেষ সেশনে তাদের আটকে রেখেছি। টাইট বোলিং করেছি। তবে যদি নতুন বলে একটি-দুটি উইকেট নিতে পারতাম, দারুণ হতো। আগামীকাল সকালে (দ্বিতীয় দিন) আমাদের ধারাবাহিক থাকতে হবে।’

‘পরিসংখ্যান বলছে, কিংসমেডে প্রথম দিনে ৫ উইকেটে ২৪০ রানের মতো রান উঠেছে। তাই এটা খুব বেশি হাই স্কোরিং গ্রাউন্ড নয়। যদি আমরা তাদের ৩০০-৩২০ রানের মধ্যে আটকে রাখতে পারি, তবে ভালোভাবেই লড়াইয়ে থাকবো’-যোগ করেন প্রোটিয়া এই কোচ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ