ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

টাইগারদের বোলিং তোপে অল আউটের পথে দক্ষিণ আফ্রিকা, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০১ ১৫:৫৮:৪১
টাইগারদের বোলিং তোপে অল আউটের পথে দক্ষিণ আফ্রিকা, দেখেনিন সর্বশেষ স্কোর

টস হেরে প্রথম দিনে ৪ উইকেটে ২৩৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনে বাংলাদেশের হয়ে উইকেট চার নেন এবাদত, মেহেদী, খালেদ। আর একটি রান আউট হয়। যেটি করেন মেহেদি হাসান মিরাজ।

আজ ২য় দিনে ব্যাটিং করতে নেমেই শুরুতেই বাংলাদেশের পেসারদের তোপে পড়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। দিনের শুরুতেই দুই উইকেট তুলে নিয়েছেন পেসার খালেদ। কাইল ভেরেইন্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন খালেদ আর উইয়ান মাল্ডারকে মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফেরান তিনি।

একনজরে দুই দলের একাদশ –

দক্ষিণ আফ্রিকা

ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রিয়ান রিকেলটন, উইয়ান মাল্ডার, কাইল ভেরেইন্নে, কেশব মহারাজ, হার্মার, লুথো সিপামলা, লিজাড উইলিয়ামস।

বাংলাদেশ

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২৪৬/৬ ( ৮৪ ওভার ) হার্মার ০*, লিজাড উইলিয়ামস ০*,কেশব মহারাজ ১৯*, টেম্বা বাভুমা ৯৩, ইয়ান মাল্ডার ০, কাইল ভেরেইন্নে ২৮, রিয়ান রিকেলটন ২১, কিগান পিটারসেন ১৯, ডিন এলগার ৬৭, আরউই ৪১,

খালেদ নিয়েছেন ৩ উইকেট, মিরাজ ২ উইকেট, আর এবাদত ২ উইকেট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ