ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শান্ত-জয়ের জুটিতে পাল্টা জবাব দিচ্ছে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০১ ২০:২৬:৪৫
শান্ত-জয়ের জুটিতে পাল্টা জবাব দিচ্ছে বাংলাদেশ

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেটে ৬২ রান। দক্ষিণ আফ্রিকার করা ৩৬৭ রানের চেয়ে এখনও ৩০৫ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা। ফলোঅন এড়াতে হবে আরও ১০৬ রান।

এরই মধ্যে শান্ত-জয়ের দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৩৭ রান। মাহমুদুল জয় ৬৪ বলে ২৯ ও নাজমুল শান্ত ৪৭ বলে ২৪ রান নিয়ে ব্যাটিং করছেন। সাদমান আউট হয়েছেন ৯ রান করে।

ডারবানের কিংসমিডে স্বাগতিকদের লেজের ধাক্কা সহ্য করে ৩৬৭ রানে অলআউট করার পর দ্বিতীয় সেশনে বাকি ছিল ১১ ওভার। কিন্তু সেটিও নির্বিঘ্নে কাটাতে পারেনি বাংলাদেশ দল।

ইনিংসের ১১তম ওভারের তৃতীয় বলে সাইমন হার্মারের নিচু হয়ে যাওয়া ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ৩৩ বলে ৯ রান করা সাদমান। তার উইকেটের সঙ্গে সঙ্গেই দেওয়া হয় চা পানের বিরতি।

মেঘলা আবহাওয়ার মাঝে তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরু থেকেই আত্মবিশ্বাস নিয়ে খেলছেন শান্ত ও জয়। কিছু ডেলিভারি হঠাৎ নিচু হওয়া ছাড়া এ দুই ব্যাটারকে তেমন সমস্যায় ফেলতে পারেননি প্রোটিয়া বোলাররা।

সাবলীল ব্যাটিংয়ের প্রদর্শনী করে এরই মধ্যে বিশাল এক ছক্কা হাঁকিয়েছেন শান্ত, পাশাপাশি মেরেছেন দুইটি চারও। অন্যদিকে মাহমুদুল জয়ের ব্যাট থেকে এসেছে তিনটি চারের মার।

উল্লেখ্য, দলীয় তিনশ হওয়ার আগেই ৮ উইকেট তুলে নিয়ে স্বস্তিতে ছিলো বাংলাদেশ দল। মনে হচ্ছিল, বেশি দূর যেতে পারবে না স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু লেজের সারির ব্যাটারদের দৃঢ়তায় শেষ দুই উইকেটে আরও ৬৯ রান পেয়েছে তারা।

স্বাগতিকদের শেষ পর্যন্ত ৩৬৭ রানে থামাতে পেরেছে বাংলাদেশ দল। ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। যা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পেসারদের সেরা বোলিং। অফস্পিনার মেহেদি হাসান মিরাজের শিকার তিন উইকেট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ