ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আইসিসির কাছে নতুন দাবি জানালেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৪ ১০:৩৪:৩১
আইসিসির কাছে নতুন দাবি জানালেন সাকিব

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার ডারবান টেস্টে ম্যাচ রেফারি ছাড়া বাকি সবাই-ই দক্ষিণ আফ্রিকান। এই ম্যাচে কিছু সিদ্ধান্ত এসেছে বাংলাদেশের বিপক্ষে। ফলে দক্ষিণ আফ্রিকার লিডের লাগামও টেনে ধরতে পারছে না টাইগাররা। এমন পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে সাকিব আল হাসান দাবি জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় এখন যেন আবারও নিরপেক্ষ আম্পায়ার ব্যবহার করা হয়।

পারিবারিক কারণে জাতীয় দল থেকে ছুটি নেওয়া সাকিব দল থেকে দূরে থাকলেও খেলায় দৃষ্টি আছে ঠিকই। বাংলাদেশ দল যখন প্রোটিয়া আম্পায়ারের একের পর এক ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছে, তখন সাকিব একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন, ‘আমার মনে হয় আইসিসির এখন নিরপেক্ষ আম্পায়ার নিযুক্তের দিকে ফিরে যাওয়া উচিৎ, যেহেতু ক্রিকেট খেলুড়ে দেশগুলোর প্রায় সবগুলোতেই করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ