ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

হায়দরাবাদ বনাম লখন : টস শেষ দেখেনিন একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৪ ১৯:৪৮:০৮
হায়দরাবাদ বনাম লখন : টস শেষ দেখেনিন একাদশ

প্রত্যাশামতোই লখনউ জার্সিতে অভিষেক ঘটাতে চলেছেন জেসন হোল্ডার। বাদ পড়লেন দুষ্মন্ত চামিরা।

লখনউয়ের প্রথম একাদশ-

লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটরক্ষক), মণীশ পান্ডে, এভিন লুইস, দীপক হুডা, আয়ুষ বাদোনি, জেসন হোল্ডার, ক্রুণাল পান্ডিয়া, অ্যান্ড্রু টাই, আবেশ খান, রবি বিষ্ণোই

সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ

অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, কেন উইলিয়ামসন (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), এডেন মার্করাম, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক

সানরাইজার্স হায়দরাবাদের তরফে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

প্রথম ম্যাচে অর্ধশতরান করেও দলকে জয় এনে দিতে পারেননি, তবে দ্বিতীয় ম্যাচে ১৯ বলে ৯ রানের ক্যামিও খেলে দলকে জিতিয়েছেন আয়ুষ বাদোনি। ইতিমধ্যেই লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল তাঁকে ৩৬০ ডিগ্রি খেলোয়াড়ের তকমা দিয়েছেন। এই ম্যাচেও কিন্তু ২২ বছরের তরুণ বাদোনির উপর বিশেষ নজর থাকবে।

‘ইয়র্কার কিং’ হিসাবে ইতিমধ্যেই বেশ সুখ্যাতি লাভ করেছেন সানরাইজার্সের নটরাজন। তবে চোট সারিয়ে ফেরার পর থেকে এখনও তাঁকে আগের ছন্দে দেখা যায়নি। নিজের ৩১তম জন্মদিনে বল হাতে তিনি জ্বলে উঠতে পারেন কিনা, সেটাই দেখার।

নিজেদের গত ১৫ ম্যাচের তিনটিতে জিততে পেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচ জয়ের জন্য ফেভারিট নন তারা। তবে আইপিএলে ম্যাচের আগে থেকে কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

সম্ভবত প্রাক্তন দল সানরাইজার্সের বিরুদ্ধেই লখনউ সুপার জায়ান্টস জার্সিতে নিজের অভিষেক ঘটাতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার।

গত মরশুমের লাস্টবয় সানরাইজার্স হায়দরাবাদ, এ মরশুমের শুরুটাও হতাশাজনকভাবেই করেছে। প্রথম ম্যাচেই ৬১ রানে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের। সেই হারের প্রায় সপ্তাহখানেক বাদে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে কেন উইলিয়ামসনের দল। অপরদিকে, নবাগতদের লড়াইয়ে প্রথম ম্যাচে গুজরাটের বিরুদ্ধে হারলেও, চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে নিজেদের গত ম্য়াচে মাত দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ