ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আল্লাহ্‌ চাইতো রিজিকে থাকলে আইপিএল খেলবো: তাসকিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৬ ১১:৪২:১৫
আল্লাহ্‌ চাইতো রিজিকে থাকলে আইপিএল খেলবো: তাসকিন

তাসকিন আরও বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আইপিএল খেলা তো সবারই স্বপ্ন। আমারও খুব ইচ্ছা। আমার মায়েরও অনেক বড় স্বপ্ন যে আমি একবার আইপিএল খেলব, আমিও চাই, আল্লাহ চাইলে খেলব। রিজিকে থাকলে খেলতে পারব।’

হুট করেই যখন তাসকিনকে আইপিএলের একটি দল পেতে চাইল তখন ইচ্ছা করলে খেলতেও পারতেন এই তারকা পেসার। কিন্তু সেই সময় বাংলাদেশের খেলা থাকায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই তারকা পেসার।

এ নিয়ে তাসকিন বলেন, ‘সিরিজের মাঝখানে এটা তো অসম্ভবই ছিল। আমি টেস্ট দলের খেলোয়াড়। ব্যক্তিগতভাবে আমি টেস্ট খুব উপভোগও করি। যেহেতু সিরিজের মাঝখানে ছিল, কিছু করার ছিল না। ভাগ্যে থাকলে আবার হবে। কারণ, দেশের খেলা খেলেই তো আইপিএলে সুযোগ পেয়েছি। তাই সামনেও সুযোগ পাব বলে আশা করি।’

তাসকিন আরও বলেন, ‘স্বপ্ন তো অনেক বড়, অনেক বড় হতে চাই। আরও ভালো জায়গায় খেলতে চাই, আরও ভালো করতে চাই। নিজের স্বপ্ন পূরণের পেছনে দৌড়াচ্ছি। চেষ্টা করছি ভুলগুলো শুধরে যেন আরও সার্প হতে পারি। মূল লক্ষ্য, ভবিষ্যতে যেন আরও ভালো করতে পারি। ওয়ার্ল্ডে ভালো কিছু হওয়ার যেহেতু ইচ্ছা আছে, মেহনত তো বেশি করতেই হবে।’

দক্ষিণ আফ্রিকায় এবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের পেসাররা। তাসকিনও আছেন সেই তালিকায়। তার মতে, ভালো করার পেছনে অবদান আছে সতীর্থদেরও। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের সাত-আটজন ফাস্ট বোলারের মধ্যে বন্ধনটা খুব ভালো। একজন আরেকজনকে খুব সাহায্য করে। আমরা সবাই আসলে ভাইয়ের মতো। আমাদের সব সময়ই একজন আরেকজনের সঙ্গে কথা হয়। এমনকি ফিজ আইপিএলে খেলতে যাওয়ার পরও তার সঙ্গে আমাদের নিয়মিত কথা হয়।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ