ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

হুট করে রোনালদোকে নিয়ে যা বললেন বেনজেমা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৭ ১৯:৫২:০০
হুট করে রোনালদোকে নিয়ে যা বললেন বেনজেমা

তবে একটা সময় ছিল যখন ঠিক যতটা ভয়ানক হতে পারে, যতটা গোল করতে পারে বেনজামার ক্ষেত্রে সেটা কখনো দেখা যায়নি। বিশেষ ভাবে বলা যায় রোনালদো থাকাকালীন ২০১৮ সাল পর্যন্ত এমনটা দেখা গিয়েছিল। করিম বেনজামা তখন যেন রোনালদোর সহকারী হিসেবেই খেলতেন। খেলা তৈরি করতেন রোনালদোর জন্য।

এরপর যখন রোনালদো চলে গেল ঠিক তখন থেকেই বেনজামার বিধ্বংসী রুপটি সবার সামনে ধরা পরেছে। এখন ম্যাচের পর ম্যাচ গোলের পর গোল করেই যাচ্ছেন। তবে কারো কারো মতে, রোনালদোর কারণে এতদিন আড়ালে ছিলেন বেনজামা।

যদিও করিম বেনজামা এই আলোচনার সম্পূর্ণ নাখোশ। এই বিষয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। তিনি বলেন, “আমি রোনালদোকে কতটা সাহায্য করেছি সেটা নিয়ে মানুষ কথা বলে। কিন্তু সেও আমাকে অনেক সাহায্য করেছে। আমার গোলে অনেক বেশি অ্যাসিস্ট ছিল তার।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ