ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের ক্রিকেটারদের চরম অপমান করলো দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এলগার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৮ ০৯:৩৯:৪৯
বাংলাদেশের ক্রিকেটারদের চরম অপমান করলো দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এলগার

আজ (শুক্রবার) থেকে পোর্ট এলিজাবেথে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে সংবাদ সম্মেলনে এলগার বললেন, বাংলাদেশ দলের খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো শক্ত মানসিকতার ঘাটতি রয়েছে।

মুমিনুলের অভিযোগের জবাবে এলগার বলেন, 'আমার মনে হয় না, তাদের কথার ভিত্তি আছে। আমরা লড়াকু ক্রিকেট খেলি। যদি কিছু হয়েও থাকে, আমরা স্রেফ ওদেরকে ফিরিয়ে দিচ্ছিলাম, যা আমরা নিজেরা ব্যাটিংয়ে নেমে পেয়েছিলাম।'

টেস্ট ক্রিকেট পৌরষের খেলা, এমন কটাক্ষও এলগারের মুখে। তার ভাষায়, 'এটা টেস্ট ক্রিকেট। এই পর্যায়ে খেলা হয় পৌরষত্বের আবহে। আমরা লড়াকু ক্রিকেটই খেলি। নিশ্চিত করে বলছি, কোনোভাবেই আমরা বাংলাদেশি ক্রিকেটারদের বাজে ভাষা ব্যবহার করিনি। কারণ, আমরা তাদের সম্মান করি। তবে আমার মনে হয়, এই পর্যায়ে খেলতে হলে ওদেরকে আরও শক্ত হতে হবে, যেটায় ওরা হয়তো অভ্যস্ত নয়।'

এলগার মনে করছেন, প্রথম টেস্টে স্লেজিংয়ের খেলাতেই হেরে গিয়েছে বাংলাদেশ। মাঠের এমন চাপ নিতে না পেরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টাইগাররা। যার ফলে দক্ষিণ আফ্রিকার জয়ের রাস্তা সহজ হয়ে যায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ