ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আউট, আউট, আউট, ২য় দিনের শুরুতেই উইকেট তুলে নিল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৯ ১৫:০৪:৩৫
আউট, আউট, আউট, ২য় দিনের শুরুতেই উইকেট তুলে নিল বাংলাদেশ

প্রথম দিনে ২৪ বলে ১০ রান তুলে অপরাজিত থাকেন কাইল ভেরেইনা। তবে তাকে ইনিংস বেশি বড় করতে দেননি খালেদ। ৯৭তম ওভারের দ্বিতীয় বলে দুর্দান্ত এক বাউন্ডারি হাঁকান ভেরেইনা। পরের বলটি ডট দেন আর চতুর্থ বলে ভেরেইনা খালেদের করা বলটি ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হন, এতেই বল গিয়ে ভাঙে মিডল স্ট্যাম্প। বাংলাদেশ পেয়ে যায় দিনের প্রথম উইকেট। তবে এর আগেই দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে তুলে ফেলে ৩০০ রান।

সংক্ষিপ্ত স্কোর

টস : দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩৩২/৬ (১০১ ওভার)

মুলডার ১৫*, মহারাজ ২৫*, এলগার ৭০, বাভুমা ৬৭, পিটারসেন ৬৪, রিকেলটন ৪২, ভেরেইন্নে ২২,

তাইজুল ৮৯/৩, খালেদ ৮৪/২

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ